সুপার সিঙ্গার লিগ
আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। এই সপ্তাহে বিচারকদের স্কোয়াডের মধ্যে লড়াই তীব্র সুপার সিঙ্গার ৩-এর মঞ্চে। মুখোমুখি শান, মোনালি ও রূপমের স্কোয়াড।
যত দিন যাচ্ছে, তত প্রতিযোগিতার উত্তাপ তীব্র হয়ে উঠছে সুপার সিঙ্গার ৩-এর মঞ্চে। এই মুহূর্তে তিনজন বিচারক তৈরি করে ফেলেছেন নিজেদের স্কোয়াড–শান সিকন্দর, মোনালি মহা চ্যালেঞ্জারস ও রূপম রকস্টারস। এবার এরা প্রত্যেকে লড়বে একে অপরের বিরুদ্ধে। প্রত্যেক স্কোয়াড থেকে বিচারকরা বেছে নেবেন নিজেদের পছন্দের তিনজন করে প্রতিযোগীকে। প্রতিযোগীদের উৎসাহ ও সমর্থন জানাবেন ক্যাপ্টেনরা।
এবার জেনে নিই ক্যাপ্টেনদের নাম। তাঁরা হলেন, বাংলা মিডিয়াম-এর রাজদীপ ওরফে রাজা গোস্বামী, নবাব নন্দিনী-র নন্দিনী অর্থাৎ ইন্দ্রানী এবং আলতা ফড়িং-এর ফড়িং ওরফে খেয়ালী। কোন স্কোয়াডের হাতে উঠবে সুপার সিঙ্গার লিগ ট্রফি, তাই নিয়েই যত জল্পনা ! এই সপ্তাহের শেষ দুটি রাত জমবে তিন স্কোয়াডের ধামাকাদার লড়াইয়ে। এছাড়াও এই সপ্তাহে থাকছে টপ নাইন থেকে সুপার এইটে যাবার এলিমিনেশন পর্ব। দেখুন আগামী শনি-রবি রাত ৯.৩০ মিনিটে স্টার জলসায়।