Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

পয়লা বৈশাখ উদযাপনে ‘বিশ্বভরা প্রাণ’

সম্প্রতি বাংলা নববর্ষ উপলক্ষে আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ ‘বিশ্বভরা প্রাণ’ এক সান্ধ্য কবি সম্মেলনের আয়োজন করে দক্ষিণ কলকাতাস্থিত শরৎচন্দ্রের বাসভবনে। আবৃত্তিশিল্পী ডঃ অরুময় বন্দোপাধ্যায় তাঁর সুচারু কথামালা ও পরিবেশনা দিয়ে শুভ উদ্বোধন ঘটালেন অনুষ্ঠানের। এরপর একে একে শোভনলাল চক্রবর্তী, শুভ্র মুখোপাধ্যায়, শংকর হালদার, তন্ময় মন্ডল, কাকলী ভট্টাচার্য, উত্তম কর্মকার, অমৃতা মুখার্জি, অনন্যা চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন। মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কাকলী বক্সী আচার্য, কবি সারস্বত মন্ডল, সঞ্জয় বসু। আবৃত্তি ও পাঠে মুগ্ধ করেন অনীতা ভট্টাচার্য, সেঁজুতি আচার্য ও ফরিদপুর থেকে আগত সানজানা রহমান।

Img 20230506 Wa0052
পয়লা বৈশাখ উদযাপনে 'বিশ্বভরা প্রাণ' 3

অনুষ্ঠানটিকে সুচারুভাবে এগিয়ে নিয়ে গেছেন বাচিকশিল্পী সৌমিক ব্যানার্জি ও লোকশিল্পী, গবেষক ও কবি ডঃ সত্যরঞ্জন বিশ্বাস। এদিন ‘বিশ্বভরা প্রাণ’ ভারত তাদের বাংলাদেশের ফরিদপুর শাখার দুই কৃতি কবি ও লেখক জনাব সাজ্জাদুর রহমান ও কবি জনাব নাসরিন আখতারকে (সন্ধ্যতারা) সম্মাননা জ্ঞাপন করে।  তাঁদের স্বরচিত বলিষ্ঠ কবিতা পাঠে মুগ্ধ হন দর্শকবৃন্দ। দুই বাংলার সুস্থ সংস্কৃতির আদানপ্রদান ও সুচারু মেলবন্ধন আরও মজবুত হয়ে উঠুক–এই প্রয়াসের জন্যই এই কবি সম্মেলনের আয়োজন  করেছে এই সংগঠন। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন ভারত কমিটির সভাপতি  সঙ্গীত ও বাচিকশিল্পী বিধুরা ধর।