রবীন্দ্রসাহিত্য ও সিনেমা
রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট গল্প-উপন্যাস অবলম্বনে বাংলা শুধু নয়, হিন্দিতেও বহু উল্লেখযোগ্য ছবি নির্মাণ করেছেন ভারতীয় পরিচালকগণ। বারবার তাঁর সাহিত্য-সম্ভারের কাছে ফিরে গেছেন তাঁরা। গত ৯ই মে ‘সাহিত্য ও সিনেমা’য় তেমনই কিছু ছবি নিয়ে ছিল আমাদের আলোচনা। উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও অধ্যাপক ডঃ আবীর চট্টোপাধ্যায়। তাঁর সুনিপুণ ও তথ্যসমৃদ্ধ বিশ্লেষণে একঘন্টার এই অনুষ্ঠান হয়ে উঠেছিল দারুণ উপভোগ্য।
যে বাঙালি ঋত্বিক ঘটকের একটাই ছবি দেখেছেন, সম্ভবত তিনিও ওই একটি নামই উচ্চারণ করবেন–মেঘে ঢাকা তারা ! কাহিনিকার শক্তিপদ রাজগুরু। ছবিটি আজও প্রাসঙ্গিক। একসময় সাহিত্য নির্ভরতা থাকলেও, ঋত্বিকের কাজের ধারা দেখলে এটা উপলব্ধ হয় যে ক্রমশ তিনি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসেন। নিজেই লেখেন বহু ছবির কাহিনি। তবে, এরমধ্যেও আমরা পাই ‘তিতাস একটি নদীর নাম’, লেখক অদ্বৈত মল্লবর্মণ। ‘অযান্ত্রিক’-ও তাঁর আর একটি ছবি, যার গল্পকার সুবোধ ঘোষ। কয়েক সপ্তাহ আগে এই শোয়েই আমরা আলোচনা করি ঋত্বিক ঘটকের সিনেমা প্রসঙ্গে। আলোচক ছিলেন চলচ্চিত্র পরিচালক সব্যসাচী ভৌমিক। আগামী ১৬ মে আর একবার সেই পর্ব। দেখুন সন্ধ্যা ৭টায়।
আপনারা ‘সাহিত্য ও সিনেমা’ দেখছেন ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। এই শো-এ প্রতি সপ্তাহে থাকে এমনই রকমারি বিষয় ও ব্যক্তিত্ব প্রসঙ্গে আলোচনা, যেখানে সাহিত্য ও সিনেমার নিবিড় মেলবন্ধন দেখছি আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও সংগীতশিল্পীদের উৎসাহিত করুন।