Monday, February 3, 2025
ওয়েব-Wave

রিয়ালিস্টিক পলিটিক্যাল থ্রিলার ‘রাজনীতি’

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। হইচই-এ স্ট্রিমিং শুরু ‘রাজনীতি’-র। লিখেছেন মৃণালিনী ঠাকুর

রাজনীতির অনুপ্রবেশ ওয়েব সিরিজে। আর কে না জানে, রাজনীতি মানেই গদির লড়াই। পটভূমি রিজপুর। রিজপুরের রাজনৈতিক জগতের একচ্ছত্র অধিপতি রথীন ব্যানার্জি এবং তার রাজনৈতিক উত্তরাধিকারী কন্যা রাশিকে নিয়ে পল্লবিত হইচই-এ সাড়া ফেলে দেওয়া পলিটিক্যাল থ্রিলার ‘রাজনীতি’-র গল্প। অতি সম্প্রতি সৌরভ চক্রবর্তী পরিচালিত এই ওয়েব সিরিজ স্ট্রিমিং শুরু হয়েছে। অত্যন্ত স্মার্ট ও দ্রুতগতির এই প্রযোজনাটিতে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (রথীন), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (রথীনের স্ত্রী মল্লিকা), দিতিপ্রিয়া রায় (রাশি), অর্জুন চক্রবর্তী (রাশির প্রেমিক সৌনক) এবং অনিরুদ্ধ গুপ্ত, শ্যামল চক্রবর্তী প্রমুখ।

রাশিকে ঘিরেই মূলত নাটক জমিয়েছেন এখানে পরিচালক। রথীন চাইছে রাশি ধীরে ধীরে তার রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে এগিয়ে যাবে। সেই সংক্রান্ত কার্যক্রম চলাকালীন হঠাৎই এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে রাশি। হাসপাতালে ভর্তি রাশি যে স্মৃতিহারা হয়েছে, সেটা বোঝার পর শুরু হয় নতুন খেলা। এদিকে বাড়ি ফেরার পর রাশি একটু একটু করে যখন স্মৃতি ফিরে পায়, তখন তার মনে অনেক প্রশ্ন জাগে ! সবচেয়ে বড় প্রশ্ন, দুর্ঘটনার সময় কী গাড়িতে একাই ছিল সে ? নাকি আরও কেউ সঙ্গে ছিল তার, যার কথা গোপন রাখা হচ্ছে রাশির কাছে। এই দুর্ঘটনার পিছনে আসলে কী রয়েছে ? রাজনীতির জটিল জালে, ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে যায় রাশির যাপন ও ভাবনার জগৎ।

ক্রমশ যেন দিশেহারা রাশি ! তার অবস্থার সঙ্গী হয়ে পড়েন দর্শকও। কে বা কারা রয়েছে ষড়যন্ত্রের পিছনে, সে খোঁজ তাঁরাও করতে থাকেন মনে মনে। নির্মাণগুণেই রাশির মানসিক টানাপোড়েনের সঙ্গী হয়ে পড়েন দর্শক। একদিকে রাশির অন্তর্জগত, যেখানে তার ফিরে আসা স্মৃতি একরকম তথ্য দিচ্ছে। অন্যদিকে তার পরিবার ও আশপাশের মানুষ, তারা রাশিকে বিশ্বাস করাতে চাইছে উল্টো কিছু। আতঙ্ক, টেনশন, অশান্তি কুরে কুরে খায় রাশিকে।

তবু, সত্য উদ্ঘাটনে দৃঢ়প্রতিজ্ঞ সে। সিরিজ দেখতে দেখতে দর্শকও যেন সেই প্রতিজ্ঞার উষ্ণতা অনুভব করেন ! রাশির লড়াই সহজেই ছুঁয়ে যায় দর্শকহৃদয়। এরই মধ্যে নাটকে প্রবেশ রাশির প্রেমিক সৌনকের। এবার কী রাশি আলোর রেখা দেখতে পাবে ? অধরা থাকে এর উত্তরও। কারণ, সৌনকের ভূমিকাও প্রশ্নাতীত নয়। তার আচরণও স্বচ্ছ নয়। পরতে পরতে টার্ন এন্ড টুইস্ট এই সিরিজের অন্যতম বৈশিষ্ট্য। দর্শকও সেইসব টুইস্টে সম্পৃক্ত হয়ে মাঝে মাঝেই চমকের মুখোমুখি হবেন। দেখা যায়, প্রতিটি চরিত্রের মধ্যে কিছু না কিছু গোপনীয়তা রয়েছে। যখনই সেসব প্রকাশিত হয়, দর্শক নতুন উত্তেজনার খোরাক পান।

Images 7 1
রিয়ালিস্টিক পলিটিক্যাল থ্রিলার 'রাজনীতি' 9

বস্তুত, সাত পর্বের এই সিরিজ এককথায় এক রোলার কোস্টার জার্নির মধ্য দিয়ে নিয়ে যায় দর্শককে। সেইদিক থেকে পলিটিক্যাল থ্রিলার ‘রাজনীতি’ একশভাগ সফল। থ্রিলারের উত্তেজনার পাশাপাশি টানটান গল্পও একে দারুণ উপভোগ্য করে তোলে। বাংলা ওয়েব সিরিজের ক্ষেত্রে ‘রাজনীতি’ যে বেশ ব্যতিক্রমী এক নিবেদন, তা নিঃসন্দেহে বলা যায়। এর অনেকটা কৃতিত্বই পাবেন সিরিজের অভিনেতারা। রাশির চরিত্রে দিতিপ্রিয়া প্রমাণ করেন, এখন তিনি অনেক বেশি পরিণত ও নিজগুণেই অপরিহার্য বাংলা বিনোদন দুনিয়ায়। কৌশিক গঙ্গোপাধ্যায় এই সিরিজে পরিচালকের মাস্টার স্ট্রোক, সে আর বলার অপেক্ষা রাখে না। কনীনিকাও অসাধারণ, বিশেষত, দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর রসায়ন চমৎকার। অর্জুনও যথাযথ। তবে, একটি নেগেটিভ চরিত্রে একেবারে চমকে দিয়েছেন অনিরুদ্ধ গুপ্ত। তিনি যে লম্বারেসের ঘোড়া, সেকথা আগাম বলে দেওয়া যায়।

‘রাজনীতি’র স্মার্ট চিত্রনাট্য ও ধারালো সংলাপ লিখেছেন উৎসব মুখার্জি, রুদ্রদীপ চন্দ ও পরিচালক সৌরভ চক্রবর্তী স্বয়ং। দুর্দান্ত লোকেশনে সিরিজের দৃশ্যগুলি রচিত। লোকেশনকে দারুণ ভাবে ব্যবহারের পাশাপাশি চরিত্রগুলির আলো-আঁধারি প্রকাশে চূড়ান্ত সফল সিনেমাটোগ্রাফার শুভদীপ দে। অমিতাভ দাশগুপ্তের সম্পাদনাও তুখোড়। মোটামুটি আধঘন্টার এক একটি পর্ব। সাত পর্বের প্রথম সিজন দেখার পর সকলেই এখন রুদ্ধশ্বাস অপেক্ষায় পরের সিজনের।