Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

এক ব্যতিক্রমী উদ্যোগ ‘ক্যানভাসে রঙ্গালয়’

বাংলা গ্রুপ থিয়েটারের ৭৫ বছর উদযাপন উপলক্ষে অশোকনগর নাট্যমুখ ‘ক্যানভাসে রঙ্গালয়’ শিরোনামে এক অনন্য উৎসবের আয়োজন করেছে। আগামী ১৬ থেকে ১৮ জুন অমল আলো-য় (অশোকনগর নাট্যমুখ, ১৮৭/৫, অশোকনগর, শেরপুর মোড়, উঁচু কালভার্ট) প্রতিদিন বিকেল ৫টা থেকে চলবে এই উৎসব। তিনদিন ব্যাপী আয়োজিত এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে সংশ্লিষ্ট শিল্পী ও শিল্পরসিক মহলে।

শিল্পীর প্রকৃত যাপন তাঁর জীবনচরিতে পাওয়া যায় কিনা, সে সংশয় হয়তো থেকে যায়। বরং, বলা যায়, শিল্পকর্মের মধ্যেই শিল্পীর পরিচয়। কিন্তু নাট্যকলা এমনই এক শিল্প, যেখানে উত্তরকালের মানুষ পূর্ব প্রজন্মের শিল্পীর কাজের চিহ্ন প্রায় খুঁজে পায় না বললেই চলে। তবু এক-একজন শিল্পী জন্মগ্রহণ করেন, কাজ করেন ও বেঁচে থাকেন ! তাঁরা শিল্পজীবনের বাইরেও মানুষ হিসেবে স্বতন্ত্র মর্যাদা পান। মেধা, গুণ, পান্ডিত্য ও সমাজ চেতনার আদর্শ প্রতিভূ হিসেবে স্থান করে নেন জনমানসে। তখন সেই বিরল ও ব্যতিক্রমী শিল্পীর জীবনচরিত পর্যালোচনা অফলপ্রসু হয় না !

দেশ স্বাধীন হবার ঠিক পরের বছর, ১৯৪৮ সালে মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য, গঙ্গাপদ বসু, মহম্মদ জাকারিয়া, অশোক মজুমদার, তৃপ্তি মিত্র ও শম্ভু মিত্র প্রমুখ মিলে তৈরি করেছিলেন ভারতের প্রথম অপেশাদার থিয়েটারের দল ‘বহুরূপী’। সেই পথ চলা শুরু বাংলা গ্রুপ থিয়েটার বা সঙ্ঘনাট্যের। গিরিশ বা শিশির-যুগের পর এবং গ্রুপ থিয়েটারের শুরুর ঠিক আগের সময়টা হল গণনাট্যের সময়। পেশাদার রঙ্গালয়ের গরিমা ফিকে হয়ে আসা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ের বাস্তবতার ফসল হল আই পি টি এ-র ‘নবান্ন’।

থিয়েটারের এমন ইতিহাসচর্চা আজ আর কেউ করে না। আজকের একজন নাট্যকর্মীর মধ্যে নিজের শিকড়ের সন্ধানের সেই আগ্রহ কোথায় ? এই অনাগ্রহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই তথ্যচিত্র-নির্মাতা শান্তনু সাহার উদ্যোগে এবং ‘অশোকনগর নাট্যমুখ’-এর ব্যবস্থাপনায় তাঁদের থিয়েটার স্পেস অমল আলো-য় অনুষ্ঠিত হতে চলেছে বাংলা তথা ভারতীয় থিয়েটারের পুরোধা পুরুষ শম্ভু মিত্র, উৎপল দত্ত, মঞ্চ আলোর জাদুকর তাপস সেন, পরবর্তী প্রজন্মের বিভাস চক্রবর্তী ও অশোক মুখোপাধ্যায়ের উপর রাজা সেন, গৌতম ঘোষ, অসিত বসু ও শান্তনু সাহা নির্মিত পাঁচটি তথ্যচিত্র নিয়ে এক উৎসব। এই উৎসবে দেখা যাবে গ্লিম্পসেস অফ আ জিনিয়াস, ইন সার্চ অফ থিয়েটার, লেট দেয়ার বি লাইট, বিহাইন্ড দ্য কার্টেন এবং থিয়েটার মন আমুর–পাঁচটি বিখ্যাত ও বহু আলোচিত তথ্যচিত্র। ‘অশোকনগর নাট্যমুখ’-এর নির্দেশক ও কর্ণধার অভি চক্রবর্তী জানান, “এমন উদ্যোগ সরকারি বা বেসরকারিভাবে আমাদের এখানে আগে কখনও হয়েছে বলে মনে হয় না।” তথ্যচিত্র উৎসবের এই তিনদিন অমল আলো-য় থাকবেন গৌতম ঘোষ, বিষ্ণুপ্রিয়া দত্ত, অসিত বসু, ভদ্রা বসু, অংশুমান ভৌমিক, অভীক ভট্টাচার্য প্রমুখ। ‘ক্যানভাসে রঙ্গালয়’ উদ্বোধন করবেন বিশিষ্ট পরিচালক ও তথ্যচিত্র নির্মাতা রাজা সেন।