আমির নন, অভিষেক ছিলেন আশুতোষের পহেলা পসন্দ
‘লগন’ ছবির অফার তাঁর কাছেই প্রথমে এসেছিল পরিচালক আশুতোষ গোয়ারিকরের পক্ষ থেকে, সম্প্রতি অভিষেক বচ্চনের এহেন বক্তব্যে বেশ হইচই পড়ে যায়। এপিক ছবি ‘লগন’-এর সঙ্গে পরিপূরক হয়ে রয়েছে বলিউডের গ্রেট আমির খানের নাম। অভিষেক ফ্যালনা নন। তিনিও বেশ বড় মাপের তারকা, বচ্চন খানদানের চিরাগ। তবু, তাঁর ছেড়ে দেওয়া অফার আমির গ্রহণ করেছেন, এটা বেশ একটা ‘বাত কুছ হজম না হুয়ি’ গোছের ব্যাপার ! হজম না হলেও কথাটা মিথ্যে নয়। ই-টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশাল এই ক্যানভাসের ছবিতে কাজ করতে রাজি না হওয়ায় কারণ নিজেই জানান জুনিয়র বচ্চন ! তাঁর কথায়, “নিশ্চিতভাবে জানতাম এই চরিত্রটির উপযুক্ত নই আমি।
এমন একটি বিষয়ের ভার বহন করার ক্ষমতা আমার তরুণ কাঁধের ছিল না। তাই এ এক অতুলনীয় সুযোগ জানা সত্বেও ঝুঁকি নিইনি আমি। স্বীকার করতেই হবে আমার মধ্যে ‘লগন’-এ কাজ করার প্রস্তুতি মোটেই ছিল না তখন!” ‘লগন’-এর পরের ইতিহাস সবারই জানা। আমির যে আশুতোষের প্রথম পছন্দ ছিল না, সেটা আজ আর অবিশ্বাস্য মনে হয় না। দুজনের তিক্ততা চরম সীমা অতিক্রম করে এই ছবির কাজ চলাকালীনই। ছবিতে অভিনয় করার ক্ষেত্রে পরিচালকের কাজে আমিরের নাক গলানোর বৃত্তান্ত সর্বজনবিদিত। সেই কারণেই সম্ভবত ‘লগন’-এ প্রথমে অভিষেকের কথা ভাবেন আশুতোষ।