Monday, February 3, 2025
ওয়েব-Wave

ওয়েব সিরিজে উপভোগ্য ‘স্কুপ’

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। সত্য ঘটনার যথাযথ চিত্রায়ন নেটফ্লিক্স-এর নতুন সিরিজ। লিখেছেন মৃণালিনী ঠাকুর

এই মাসের একেবারে প্রথম দিকেই নেটফ্লিক্স-এ শুরু হয়েছে ‘স্কুপ’! আর শুরু থেকেই মিডিয়া উচ্ছ্বসিত এই ওয়েব সিরিজ সম্পর্কে। অন্যান্য তথ্যে যাওয়ার আগে এই সিরিজকে ঘিরে যে বিতর্ক দানা বেঁধেছে, তাই নিয়ে একটু আলোকপাত করা যাক। স্ট্রিমিং শুরু হওয়া মাত্রই বোম্বে হাইকোর্টে ছুটেছেন শ্রীল শ্রীযুক্ত রাজেন্দ্র সদাশিব নিকালজে, ‘স্কুপ’-কে স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে রিমুভ করতে হবে, এই দাবি নিয়ে। কে এই রাজেন্দ্র সদাশিব নিকালজে ? এই নামে অবশ্য তাঁকে না চেনারই কথা। সারা মহারাষ্ট্র থুড়ি দেশ জুড়ে তিনি বিখ্যাত (!) ছোটা রাজন বলেই। তাঁর অভিযোগ, সিরিজে ব্যবহৃত ছোটা রাজনের ছবি ও কন্ঠস্বর! হাইকোর্ট অবশ্য সেইদিনই ছোটা রাজনের আবেদন খারিজ করে দেয়। এই নিয়ে এখনও কিছু আইনি টানাহ্যাঁচড়া চললেও সিরিজ প্রদর্শনে তেমন কোনও বাধা এসেছে বলে জানা নেই।

Images 1 2
ওয়েব সিরিজে উপভোগ্য 'স্কুপ' 7

মিড ডে রিপোর্টার জ্যোতির্ময় দে’র খুনে অভিযুক্ত জিগনা ভোরার আত্মজীবনী মূলক স্মৃতিকথা ‘বিহাইন্ড বারস ইন বাইকুল্লা : মাই ডেজ ইন প্রিজন’ অবলম্বনে এই সিরিজ নির্মিত–এ খবর মোটামুটি এখন সকলেরই জানা ! জিগনা ভোরার জীবনের বাস্তব কাহিনিকে অনুসরণ করেই নির্মিত হয়েছে ‘স্কুপ’। ইতিমধ্যেই উচ্চ প্রশংসিত এই থ্রিলারের পরিচালক হনসল মেহতা। ক্রিয়েশনও তাঁরই। সঙ্গে আছেন মৃন্ময়ী লগু ওয়াইকুল। পর্দার জন্য কাহিনি লিখেছেন মৃন্ময়ী ও মিরাট ত্রিবেদী। স্ক্রিনপ্লে অনু সিং চৌধুরী। সংলাপ করণ ব্যস। সিনেমাটোগ্রাফি প্রথম মেহতা। মিউজিক অচিন্ত ঠক্কর। আপাতত প্রথম সিজন দেখানো হচ্ছে ৬টি পর্বে। প্রযোজনা সংস্থা ম্যাচবক্স শটস।

Images 3 1
ওয়েব সিরিজে উপভোগ্য 'স্কুপ' 8

হিন্দি টিভির সুপার তারকা করিশমা তান্না ‘স্কুপ’-এ অভিনয় করেছেন সিনিয়র ক্রাইম রিপোর্টার ও ডেপুটি ব্যুরো চিফ অফ ইস্টার্ন এজ জাগৃতি পাঠকের ভূমিকায়। তাঁকে কেন্দ্র করেই পল্লবিত সিরিজের টানটান কাহিনি। ইস্টার্ন এজ-এর এডিটর ইন চিফ ইমরান সিদ্দিকির ভূমিকায় অভিনয় করছেন মহম্মদ জীশান আয়ুব। হরমন বাওয়েজা অভিনয় করছেন জেসিপি হর্ষবর্ধন শ্রফের চরিত্রে। প্রসঙ্গত, একদা হৃতিক রোশনের সঙ্গে চেহারার কিঞ্চিৎ মিলকে কেন্দ্র করে বলিউডে বিস্তর প্রতিকূলতার মুখোমুখি হন হরমন। তাঁর কেরিয়ার প্রায় শুরুতেই শেষ হয়ে যায়, ক্রমাগত হৃতিকের সঙ্গে তাঁর তুলনার জেরে। এহেন হরমন দুরন্তভাবে ফিরে এসেছেন এই সিরিজের হাত ধরে। বলা উচিত, নিজের পায়ের তলার মাটি খুঁজে পেয়েছেন তিনি ‘স্কুপ’-এ।

Images 63
ওয়েব সিরিজে উপভোগ্য 'স্কুপ' 9

এই সিরিজে আছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিউজ ডে-র হেড অফ ইনভেস্টিগশনস জয়দেব সেনের (জ্যোতির্ময় দে) ভূমিকায়। সিটি মিররের এডিটর-ইন-চিফ লীনা প্রধানের চরিত্রে অভিনয় করছেন তন্নিষ্ঠা চ্যাটার্জি। জাগৃতির মামার ভূমিকায় আছেন দেবেন ভোজানি। শিখা তালসানিয়া অভিনয় করেছেন বিদ্যা চৌধুরী তথা সাধ্বী মায়ের ভূমিকায়। এছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন তন্ময় ধনানিয়া (পুষ্কর মোহন), ইনায়েত সুদ (দীপা চন্দ্র), সনৎ ব্যস (জাগৃতির দাদু), ইরা দুবে (অনীতা মোহন), ঈশিতা অরুণ (নেলি সিদ্দিকি), অমর উপাধ্যায় (সুমিত), আয়াজ খান (ব্রিজ), পূবালী সান্যাল (সোমা সেন/জয়দেবের স্ত্রী), নিনাদ কামাদ (জগমোহন গুহ)), অসীম হাত্তাঙ্গাদি (সন্দীপ নরভেকর), মেহুল কাজারিয়া (দর্শন/ জাগৃতির প্রাক্তন স্বামী), মলহার ঠাকুর (অজিতেশ ভাট/জাগৃতির বয়ফ্রেন্ড) প্রমুখ।

চরিত্রায়ন লক্ষ্য করলেই উপলব্ধ হয়, সংবাদ মাধ্যম, প্রশাসন ও আইন আদালতের মধ্যে ‘স্কুপ’-এর কাহিনি শাখাপ্রশাখা বিস্তার করবে। সংবাদ মাধ্যম সম্পর্কে যাঁদের ন্যূনতম ধারণা আছে, তাঁরা জানেন খবরের ‘স্কুপ’ কাকে বলে ! অর্থাৎ এমন খবর, যা একজন রিপোর্টার তাঁর একান্ত নিজস্ব সোর্স দ্বারা, সাংবাদিক সুলভ অনুসন্ধিৎসা দিয়ে যোগাড় করেন। সেই খবর আর কেউ পাওয়ার আগেই সেই রিপোর্টারের হস্তগত হয়। নেটফ্লিক্স-এর এই ‘স্কুপ’ সেই চনমনে উত্তেজনা, ভরপুর টেনশনকে নিপুণ ও টানটান এক চিত্রনাট্যে হাজির করেছে দর্শক দরবারে। এই শো আগাগোড়া সত্য ঘটনা অবলম্বনে সৃষ্ট এক ফিকশন। তাই, কোথাও যেন নিছক বিনোদন নয়, একটি বিশেষ সময়ের সাক্ষী হওয়ার সুযোগ ঘটে দর্শকের। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার জন্য অপরাধচক্র কতটা সক্রিয় হয়ে ওঠে, তারও একটি নির্মম চিত্র তুলে ধরা হয়েছে এখানে। ‘স্কুপ’ এখনও না দেখে থাকলে, আর দেরি না করে আজই চোখ রাখুন নেটফ্লিক্স-এর পর্দায়।