Monday, February 3, 2025
৫ফোড়ন

অজয়-কাজল বিত্তান্ত

গত কয়েকদিন যাবত কতিপয় অনলাইন পত্রিকা ও খবরের চ্যানেল ক্রমাগত প্রচার করে চলেছে কাজল আর অজয় দেবগন নাকি এবার বিবাহ-বিচ্ছিন্ন হচ্ছেনই। ওঁদের মধ্যে নাকি অনেকদিন ধরেই তিক্ততা তীব্র, যা এবার চরমে পৌঁছেছে। তিক্ততার উৎস অজয়ের চারিত্রিক দুর্বলতা ! বারবার নিজের ছবির নায়িকাদের সঙ্গে জড়িয়েছেন তিনি। বিশেষত তব্বুর সঙ্গে অজয়ের নাকি দীর্ঘ গোপন প্রেম, যার শুরু তাঁদের কলেজ জীবনেই। অন্যদিকে বলিউড বাদশার সঙ্গে কাজলের অনস্ক্রিন রসায়নের অনেকটাই নাকি দুজনের অফস্ক্রিন রোমান্সের ফসল–এই রটনাও চর্চিত বি টাউনে (পড়ুন অজয় মনে করেন)। একটা সময় গোটা বলিউড থুড়ি তামাম দেশের বিনোদন জগত উত্তপ্ত ছিল অমিতাভ-রেখা রোমান্সের গুঞ্জনে। সেই গুঞ্জন আজ অনেকটাই প্রশমিত হলেও, মাঝে মাঝেই দূর অতীত থেকে কথারা গুমরে ওঠে। অন্তরে যে গরলই থাক, অমিতাভ-জয়া নিজেদের পেশার পাশাপাশি পারিবারিক বৃত্তে নিজেদের ভূমিকায় সফল।

Images 2 1
অজয়-কাজল বিত্তান্ত 3

অজয়-কাজলও কিন্তু এর ব্যতিক্রম নন। তাঁদের ছেলেমেয়েও বড় হয়েছে। তব্বু একাকী জীবন কাটালেও, শাহরুখ তাঁর গৌরীর আঁচলে পুরোপুরি বাঁধা। ছেলেমেয়ে নিয়ে তিনিও ঘোর সংসারী। মোদ্দা কথা, গসিপ-মিডিয়া যতই গপ্প বানিয়ে সোচ্চার হোক, অজয়-কাজলের নিটোল সংসার ভাঙছে কিনা, এ খবর সঠিক মাত্রায় তাঁরা ছাড়া আর কেউ জানেন না। সত্যি কথা বলতে কী, ভাঙলেই বা কী আসে যায় ! এ কী আর আম জনতার সংসার, যে, একেবারে ঝড় উঠবে ! সাধারণের সংসার ভাঙলে আর্থ সামাজিক প্রেক্ষিতটি খুব বড় হয়ে দাঁড়ায়। দেবগন পরিবার কোটি টাকায় খেলে–অর্থ বা সামাজিক, কোনও ক্ষেত্রেই তাদের হেলদোল হওয়ার কথা নয়। এক ছেলেমেয়েরা। এই একটা জায়গায় অবশ্য অনুভূতির খুব একটা ফারাক ঘটে না। সম্ভবত, সেটাই আর সব সেলিব্রিটির মতো অজয়-কাজলের বিয়েটাও বাঁচিয়ে রাখবে !