Tuesday, May 13, 2025
টলিউডলাইম-Light

পুজোয় হিরোদের সঙ্গে জোর টক্কর দেবে কোয়েলের ‘মিতিন মাসি’

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। এবার পুজোয় জঙ্গলে চোরাশিকারিদের সন্ধানে মিতিন। লিখেছেন সোমনাথ লাহা

গোয়েন্দা প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায়কে লোকজন মূলত ‘মিতিন মাসি’ বলেই চেনে। তাঁর পোশাকি নামটা মোটামুটি খাতা-কলমেই থাকে অধিকাংশ সময়ে। মধ্য তিরিশের মিতিন স্বামী পার্থ ও ছেলে বুমবুমকে নিয়ে ঢাকুরিয়াতে থাকে। মিতিনের সঙ্গী তথা সহকারী বোনঝি টুপুর। পাশাপাশি রয়েছে তার নিজস্ব গোয়েন্দা সংস্থা ‘থার্ড আই’। সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য সৃষ্ট গোয়েন্দা মিতিনের কাহিনি সিনেমার পর্দায় প্রথমবার আসে ২০১৯ সালে। সৌজন্যে পরিচালক অরিন্দম শীল। সেই চরিত্রে প্রথম দর্শনেই দর্শকমন জিতে নেন কোয়েল মল্লিক।

100273171
পুজোয় হিরোদের সঙ্গে জোর টক্কর দেবে কোয়েলের 'মিতিন মাসি' 11

এবছর পুজোয় আবার নারীশক্তির মুখ হয়ে পর্দায় আসছেন কোয়েল। এবার ‘মিতিন’ রূপে তার অভিযানের কেন্দ্রস্থল দলমার জঙ্গল। সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘সারান্ডায় শয়তান’ কাহিনিটিকে ‘মিতিন মাসি’ সিরিজের দ্বিতীয় ছবির গল্প হিসেবে বেছে নিয়েছেন অরিন্দম শীল। সেই গল্প অবলম্বনেই তৈরি হয়েছে ‘জঙ্গলে মিতিন মাসি’। জঙ্গলে হাতির দাঁতের একটি পাচারচক্রকে ঘিরে আবর্তিত ছবির কাহিনি। স্বামী পার্থ, দিদি-জামাইবাবু ও বোনঝি টুপুরকে নিয়ে সারান্ডায় বেড়াতে গেছে মিতিন। সেখানেই হাতিদের বেআইনি পোচিংয়ের মুখোমুখি সে এবং অপরাধের বিরুদ্ধে মিতিনের রুখে দাঁড়ানো। 

মূল কাহিনিটি কিশোর সাহিত্য। ছবির প্রয়োজনে গল্পের মূল বিষয়টিকে এক রেখে, চিত্রনাট্য পরিমার্জিত করে সময়োপযোগী রূপ দেওয়া হয়েছে। ছবিতে রয়েছে বন্যপ্রাণী ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তাও। গতবারের মতো এই ছবিতেও মিতিনের স্বামীর চরিত্রে রয়েছেন শুভ্রজিৎ দত্ত। লেখা চট্টোপাধ্যায় অভিনয় করছেন টুপুরের ভূমিকায়। মিতিনের দিদি ও জামাইবাবুর ভূমিকায় রয়েছেন যথাক্রমে কমলিকা বন্দ্যোপাধ্যায় এবং অসীম রায়চৌধুরী। অন্যান্য চরিত্রে রয়েছেন অরিজিৎ দত্ত, বরুণ চক্রবর্তী, অমিত সাহা, অমিতাভ আচার্য, গৌতম চক্রবর্তী, কৃষ্ণেন্দু চক্রবর্তী প্রমুখ। 

Images 83
পুজোয় হিরোদের সঙ্গে জোর টক্কর দেবে কোয়েলের 'মিতিন মাসি' 12

ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও পরিচালক স্বয়ং। সংগীত পরিচালনায় বিক্রম ঘোষ। সিনেমাটোগ্রাফার অনির্বাণ চট্টোপাধ্যায়। সম্পাদনায় সংলাপ ভৌমিক। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ক্যামেলিয়া প্রোডাকশনস প্রাঃ লিমিটেড। নিবেদক রূপা দত্ত। কলকাতা ছাড়াও দলমা এবং সারান্ডায় হয়েছে  ছবির শুটিং। প্রচন্ড গরমে (প্রায় ৪৭ডিগ্রি তাপমাত্রা) এই ছবির জন্য শুটিং করেছেন কোয়েল। আগের ছবিটির মতোই এবারেও কোয়েলকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে।

পয়লা বৈশাখে প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্ট লুক মোশন পোস্টার। ‘ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে’-র দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এলো অফিশিয়াল পোস্টার। চিড়িয়াখানায় হাতিকে নানারকম শাকসবজি দিয়ে তৈরি কেক খাইয়ে রীতিমতো অভিনবভাবে ছবির পোস্টার প্রকাশ্যে আনা হয়েছিল। পোস্টারে দেখা যাচ্ছে টর্চ হাতে ঘন জঙ্গলের মধ্যে রহস্যের অনুসন্ধান করছেন কোয়েল মল্লিক। পিছনের জঙ্গলে দুটি হাতি দাঁড়িয়ে। পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অরিন্দম লিখেছেন, “বুদ্ধির পাশাপাশি সাহসেরও ধার…সে নির্ভীক, সে বুদ্ধিমতী, সে স্বয়ংসিদ্ধা–মিতিন মাসি নাম তার! এই পুজোয় যেমন দুর্গা। এই পুজোয় তেমনই মিতিন মাসি।”

Images 82
পুজোয় হিরোদের সঙ্গে জোর টক্কর দেবে কোয়েলের 'মিতিন মাসি' 13

ছবি নিয়ে প্রচারপর্বে গণমাধ্যমে কোয়েল বলেছেন,”জঙ্গলে মিতিন মাসি’-র শুটিং করতে গিয়ে একটা অন্যরকম অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছি। এই প্রথম নো নেটওয়ার্ক জোনে একটা গোটা ছবির কাজ করলাম। গভীর জঙ্গল, যখন তখন হাতি বেরিয়ে পড়ছে–অসাধারণ অভিজ্ঞতা ! গতবারের থেকে এবারের মিতিন অনেকটাই আলাদা। দর্শক এবার হাসিখুশি পারিবারিক মিতিনকে দেখবেন। এক‌ইসঙ্গে সে মাল্টিটাস্কার। সত্যি বলতে কী, আমার কেরিয়ারে খুব কম ছবিই রয়েছে, যেগুলোর moral value রয়েছে। বেশিরভাগ ছবিই বিনোদনমূলক। কিন্তু এই ছবিতে সংরক্ষণ নিয়ে একটা স্পষ্ট বার্তা রয়েছে।” 

Fb Img 1692381064187
পুজোয় হিরোদের সঙ্গে জোর টক্কর দেবে কোয়েলের 'মিতিন মাসি' 14

অরিন্দম শীলের কথায়, “সিনেমা এমন একটা মাধ্যম, যা দিয়ে গম্ভীর বার্তাও খুব সহজে দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়। থ্রিলারের আড়ালে এবার মিতিন মাসি বন্যপ্রাণ ও বনজ সম্পদ সংরক্ষণের কথা বলবে। ছবিতে সংরক্ষণ নিয়ে স্পষ্ট বার্তা থাকছে। এই প্রথমবার সংরক্ষণ নিয়ে একটা পুরো বাংলা ছবি তৈরি হয়েছে।” শোনা যাচ্ছে, ছবির শুটিংয়ের সময় এলাকার পরিবেশ যাতে দূষিত না হয়, সেদিকেও কড়া নজর রেখেছিল গোটা ইউনিট।

Images 7
পুজোয় হিরোদের সঙ্গে জোর টক্কর দেবে কোয়েলের 'মিতিন মাসি' 15

কোয়েলের ছবি পুজোয় আসা মানেই বাড়তি টান থাকে দর্শকদের। বাকি হিরোদের ছবির মাঝে কোয়েল মল্লিক একমাত্র হিরোইন, পুজোয় যিনি ছবির মলাটচরিত্রে, সর্বোপরি গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রনারী। তার উপর ছবিতে রয়েছে হাতি হত্যা, পরিবেশ এবং বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা। থ্রিলার ছবিতে পরিচালক অরিন্দম শীলের দক্ষতা প্রশ্নাতীত। ১৯ অক্টোবর মুক্তি প্রতীক্ষিত ‘জঙ্গলে মিতিন মাসি’ বাকি ছবিগুলিকে কড়া টক্কর দেবে, তা বলাই যায়। সবমিলিয়ে জমজমাট হতে চলেছে বাংলা সিনেমার পুজোর লড়াই।