Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

উৎসবের মেজাজে ননস্টপ আড্ডা

আকাশে এখনও মাঝে মাঝেই বাদল মেঘ হানা দেয়। অন্যদিকে রোদ্দুরও কিছুতেই চাঁপাফুল রঙা হয়ে উঠতে পারছে না। মেঘ সরিয়ে সূর্য যখনই দর্শন দিচ্ছেন, যেন তেতেই আছেন। তবু, উৎসবপ্রিয় বাঙালির প্রাণে জোয়ার লেগেছে। আনন্দ আর খুশির তুফান তুলতে প্রস্তুত তারা। উৎসবের মেজাজ ননস্টপ আড্ডার আসরেও। আজ সন্ধ্যায় উৎসব-আড্ডায় অতিথি বাচিকশিল্পী সুদীপ্তা চক্রবর্ত্তী ও সঙ্গীতশিল্পী নন্দিনী বসু সরকার। কথা-গান-কবিতায় সাজানো হয়েছে আসার। গত শুক্রবার ননস্টপ আড্ডা জমে উঠেছিল দুই গুণী বোনের উপস্থিতিতে। কথা-গান-নাচের মুদ্রা প্রদর্শনে ছিলেন সাংবাদিক ও নৃত্যশিল্পী মণিদীপা কর এবং সঙ্গীতশিল্পী শতরূপা রায় কর। 

বাঙালির মহা উৎসব মানেই ভরপুর ভুরিভোজ। সেই অনুষঙ্গেই আগামী শুক্রবার উৎসব-আড্ডায় উপস্থিত থাকবেন দুই রন্ধনশিল্পী রিংকু মিত্র ও জয়ন্তী ঠাকুর। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। বিভিন্ন বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।