তপন থিয়েটারে ‘তিল থেকে তাল’
সেলিব্রিটি হওয়ার ইঁদুর-দৌড়ে সামিল কমবেশি সকলেই। একটা চিনির দানার খবরে যেমন পিঁপড়ের পাল জুটে যায় নিমেষে, তেমনই জনতা ছুটে যায় ভিড়ের মধ্যে মুখ দেখানোর সুযোগের যুদ্ধে সামিল হতে। কয়েক দশক আগের এই দৃশ্য আজও একইরকম রয়েছে। যতটুকু পার্থক্য সময়ের নিরিখে, ডিজিটাল মিডিয়ার ক্যানভাসে। পিয়াসী ছন্দোদয়-এর আগামী মঞ্চ প্রযোজনা ‘তিল থেকে তাল’ তেমনই এক ইঁদুর-দৌড়ের গল্প। প্রাসঙ্গিক ও সমসাময়িক এই প্রযোজনা নিয়ে কলকাতার নাট্যপ্রেমী দর্শকের আগ্রহ তুঙ্গে।

‘তিল থেকে তাল’-এর নাটক, মঞ্চ ভাবনা ও পরিচালনা সুপ্রিয় মিত্র। সহ-পরিচালনা ডঃ সুমনা মিত্র। মঞ্চ নির্মাণ অজিত রায়। আলো বিশ্বনাথ মন্ডল। আবহ প্রক্ষেপণ দেবস্মিতা চক্রবর্তী। রূপসজ্জা ভাস্কর সিনহা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সত্যম মজুমদার (অমূল্য সেন), ডঃ সুমনা মিত্র (কাদম্বিনী সেন), মুকেশ দাস (গেঁড়ি), অন্বয় ব্যানার্জি (বেয়াই), রণ তরণ (ড্যান্স টিচার), কুন্তল মুখার্জি (চটকে), রণ তরণ (ফটকে), পিকন ঘোষ (দারোগা), শুভাশিস খামারু (দাদু), রিমি গাঙ্গুলি (লিকা চ্যাট), শুভম সরকার (লোকেশ্বর পুরকায়েত), সায়ন আনন্দ সেনগুপ্ত (জনৈক যুবক)। ‘তিল থেকে তাল’ মঞ্চস্থ হতে চলেছে আগামী ২৪শে সেপ্টেম্বর, রবিবার, সন্ধ্যা ৬.৩০ মিনিটে, তপন থিয়েটারে।