পুজো স্পেশাল ননস্টপ বিনোদন ও আমার আমি ইউটিউব চ্যানেলে
কাছে এল পুজোর ছুটি…রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রঙ। হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য, দেখে মন লাগে না কাজে। উৎসবের হাওয়া বইতে শুরু করেছে আশ্বিন মাসের শুরুতেই। আগামিকাল মহালয়া। এই অনুষঙ্গেই পুজোর সেলিব্রেশন শুরু আমাদের ইউটিউব চ্যানেলেও। ননস্টপ বিনোদন চ্যানেল ও আমার আমি ইউটিউব চ্যানেলে আমাদের ননস্টপ আড্ডা ও ফিকশন টাইম শোয়ের স্লটে আগামী কয়েক সপ্তাহ জুড়ে থাকবে পুজোর স্পেশাল আয়োজন। ননস্টপ বিনোদন চ্যানেলে আজ সন্ধ্যা ৭টায় থাকবে ‘জাগো…জাগো দুর্গা…’। আগামী ১৭ই ও ২৪ শে অক্টোবর আমার আমি ইউটিউব চ্যানেলে সন্ধ্যা ৭টায় রয়েছে ‘আনন্দময়ীর আগমনে…’ ও ‘যেও না নবমী নিশি…’! ভাবনা, পরিকল্পনা, সংকলন ও রচনা অজন্তা সিনহা। পাঠ অপরাজিতা মজুমদার। পুজোর পর থেকে আবার শুরু হবে আমাদের নিয়মিত অনুষ্ঠানগুলি।