Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

শারদোৎসবের আয়োজনে দুবাইয়ের বাঙালিগণ

বাঙালি ছড়িয়ে সারা বিশ্বে। আর যে যেখানেই থাকুন, দুর্গাপুজোর আয়োজন করার চেষ্টা করেন সকলেই। দূর প্রবাসেই তাঁরা মায়ের আবাহনে মেতে ওঠেন। এই অনুষঙ্গেই দুবাই শহরেও হয়েছিল শারদোৎসবের আয়োজন। মহা উৎসবের আমেজে প্রাণের আনন্দে কাটান প্রবাসী বাঙালিগণ। দুবাইয়ের ভারতীয় বঙ্গীয় পরিষদের উদ্যোগে আয়োজিত মনোরম মহালয়ার অনুষ্ঠানের মাধ্যমে হয়েছিল দেবীপক্ষের সূচনা। এই উপলক্ষে ভারতীয় বঙ্গীয় পরিষদের প্রেসিডেন্ট মধুসূদন দত্ত চৌধুরী জানান, প্রায় পঁয়তাল্লিশ জন শিল্পী অংশগ্রহণ করেন এই উৎসবে, যাদের বয়স পাঁচ থেকে পঁয়তাল্লিশ। যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য, দেশ থেকে অত দূরে থেকেও দুর্গাপুজোর সকল রীতি-রেওয়াজকে নিষ্ঠাভরে পালন করার চেষ্টা করেন ওঁরা।

ছিল চিরাচরিত চন্ডীপাঠ সহ মহালয়ার বহুল প্রচলিত গানগুলি। পরিচালনা সোমদত্তা বসু। চন্ডীপাঠে ছিলেন শুভতোষ বন্দোপাধ্যায়। মহালয়া উৎযাপনে সামিল ছিল ছোটরাও। কচিকাঁচাদের সমবেত কবিতা ও নৃত্য বাড়তি মাত্রা যোগ করে। শেষ হয় দুর্গা কবিতা ও নৃত্যের মেলবন্ধন দিয়ে। নৃত্য পরিচালনা করেছেন সোমদত্তা মুখার্জি। কবিতার পাঠশালা বসেছিল অরিজিতের সঙ্গে। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন এষা সেনগুপ্ত। মহালয়ার রেশ ধরেই ছিল পুজোর অন্যান্য নানা আয়োজন। দূর প্রবাসে থেকেও দেশের ঐতিহ্য, চিরন্তন বাঙালি উৎসব পার্বণকে বজায় রেখেছেন ওঁরা, যা কুর্নিশযোগ্য।