নন্দিতার নতুন প্রয়াস : গীতবিতান-স্বরবিতান
বিশ্বভারতী রবীন্দ্রসঙ্গীতের ওপর কপিরাইট প্রত্যাহার করেছে অনেক দিন। রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে এখন আর বিশ্বভারতীর অনুমোদনের প্রয়োজন নেই। এর ফলে গায়কী এবং সঙ্গীতায়োজনে শিল্পীরা অনেকটাই স্বাধীনতা পেয়েছেন। তাঁরা ক্যাসেটে নিজেদের গান প্রকাশ করা ছাড়াও ইউটিউব ও অডিও ওটিটি প্ল্যাটফর্ম (যেমন, আইটিউনস, গানা, সাভন, আমাজন ইত্যাদি)-এর মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে যাচ্ছেন তাঁদের সম্ভার নিয়ে। বহু প্রতিষ্ঠানও আছে, যারা শিল্পীদের গান এই সমস্ত প্ল্যাটফর্মে প্রকাশ করতে সাহায্য করে থাকে। অনেক শিল্পী আবার নিজেরাই ইউটিউবে গান আপলোড করে দেন। নানান ধারার গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতও শিল্পীদের আত্মপ্রকাশের একটি জনপ্রিয় মাধ্যম।
সমস্যা হয় তখনই, যখন কপিরাইট না থাকার কারণে কেউ কেউ স্বাধীনতা কে স্বেচ্ছাচারিতায় পরিণত করেন। রবীন্দ্রসঙ্গীত স্বমহিমায় উজ্জ্বল। তার রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। আর একে বজায় রাখার ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠিত শিল্পী ধারাবাহিক ভাবে কাজ করে চলেছেন, নন্দিতা তাঁদের অন্যতম। সম্প্রতি তিনি রবীন্দ্রসঙ্গীতের স্বকীয়তা বজায় রাখার বিষয়টিকে গুরুত্বে রেখে এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। রবীন্দ্রসঙ্গীত গাইবার ক্ষেত্রে বিশুদ্ধতা বজায় রাখার অনুপন্থী এই গুণী শিল্পীর নবতম প্রয়াস ‘গীতবিতান-স্বরবিতান’।
এক-একটি গান বেছে নিয়ে, সেটা গাওয়ার সঙ্গে গানটির স্বরলিপিও গাওয়া হচ্ছে এখানে, যাতে গানটির বিশুদ্ধতা বজায় থাকে। শুধু তাই নয়, গানটি শুনে এবং তার সঙ্গে স্বরলিপিও পাওয়ার ফলে রবীন্দ্রসঙ্গীত শিক্ষার্থীদের পক্ষে গানটি শুদ্ধভাবে তুলে নিতেও সুবিধা হবে বলেই শিল্পীর আশা। নন্দিতার কথায়, “স্বরলিপির সহযোগিতায় একটি রবীন্দ্রসংগীতকে শুদ্ধভাবে আয়ত্ত করার কৌশলকে স্বাগত জানানোই ‘গীতবিতান-স্বরবিতান’ এর মূল উদ্দেশ্য।”
নন্দিতার সঙ্গে এই প্রজেক্টে অংশগ্রহণ করেছেন নন্দিতার সঙ্গীত প্রতিষ্ঠান ‘আনন্দনীর’-এর ছাত্রছাত্রীবৃন্দ। প্রতিটি গানের সঙ্গীতায়োজন করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সঙ্গীতায়োজক অমিত বন্দ্যোপাধ্যায়। গানগুলির ডিজিটাল ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড।
নন্দিতার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার সকাল ৭টায় প্রকাশিত হচ্ছে ‘গীতবিতান-স্বরবিতান’-এর গান। পরপর প্রায় ১৫০টি রবীন্দ্রসঙ্গীত এইভাবে প্রকাশ করার ইচ্ছা রয়েছে শিল্পীর। গানগুলি না শুনে থাকলে এখনই শুনে নিতে পারেন গানগুলি। নীচে রইল ‘গীতবিতান-স্বরবিতান’-এর লিঙ্ক।