Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

FunPrime-এর বর্ণাঢ্য উদ্বোধন

ডিজিটাল স্ট্রিমিং সলিউশনের অন্যতম প্রতিষ্ঠান ওটিটি সলিউশনস এবং বাংলাদেশের বিখ্যাত মিডিয়া প্রোডাকশন কোম্পানি রক স্ট্রিমারের সহযোগিতায় শুরু হলো নতুন ইন্দো-বাংলাদেশ ওটিটি প্ল্যাটফর্ম FunPrime, যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত সকলেই। গত ৬ই জুন, মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে সম্মানিত অতিথি এবং উল্লেখযোগ্য শিল্পী ব্যক্তিত্বদের উপস্থিতিতে হয়ে গেল FunPrime-এর সফ্ট লঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা বরুণ চন্দ এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন মাননীয় বিধায়ক দেবাশীষ কুমার। এছাড়াও ছিলেন কলকাতা ৯৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্ত, বিশিষ্ট সঙ্গীত পরিচালক অমিত বন্দ্যোপাধ্যায় এবং ওটিটি সলিউশনস-এর কর্ণধার ডঃ সুদীপ বসু। সমগ্র অনুষ্ঠান টির ফুড পার্টনার ছিল কলকাতার বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘Aditi’s। উপস্থিত ছিলেন ‘Aditi’s’ এর কর্ণধার অদিতি অরোরা।

Whatsapp Image 2023 06 06 At 9.30.39 Pm
Funprime-এর বর্ণাঢ্য উদ্বোধন 5

FunPrime-এর লক্ষ্য হলো, ভারতীয় এবং বাংলাদেশী কনটেন্টের সেরার সেরাগুলিকে একত্রিত করে, উভয় দেশের দর্শকদের বৈচিত্র্যপূর্ণ স্বাদ এবং পছন্দগুলিকে একত্রিত করে, বিনোদনের ল্যান্ডস্কেপে বিপ্লব ঘটানো। FunPrime হলো ভারতীয় প্রতিষ্ঠান ওটিটি সলিউশনস এবং বাংলাদেশী প্রতিষ্ঠান রক স্ট্রিমারের যৌথ প্রকল্প। এই অনন্য ওটিটি প্ল্যাটফর্মটি বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্যে একযোগে প্রকাশ করা হয়েছে। FunPrime-এ রয়েছে মিউজিক ভিডিও, অডিও, ফিচার ফিল্ম এবং লাইভ টিভি সহ বিনোদনের নানান সম্ভার। FunPrime দর্শকদের এক ভিন্ন স্বাদের বিনোদন উপহার দেবে। জাতীয় স্তরের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলির মতো বিশেষ AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে FunPrime-এ। এটি আইওএস, অ্যান্ড্রয়েড, ওয়েব এবং টেলিভিশন প্ল্যাটফর্মে উপলব্ধ হওয়ার পাশাপাশি এইচডি এবং ডলবি কোয়ালিটি অডিও প্রদান করবে।

Whatsapp Image 2023 06 06 At 9.30.22 Pm
Funprime-এর বর্ণাঢ্য উদ্বোধন 6

ডিজিটাল কনটেন্ট ডিস্ট্রিবিউশনের জগতে প্রায় এক দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড-এর। দর্শক কী পছন্দ করবেন, তা বোঝার বিচক্ষণ ক্ষমতা রয়েছে ওটিটি সলিউশনস-এর কর্ণধার ডঃ সুদীপ বসুর। অন্যদিকে, রক স্ট্রিমার প্রাইভেট লিমিটেডের কর্ণধার, অনিক ধর FunPrime-এ তাঁর প্রযুক্তিগত দক্ষতা নিয়ে এসেছেন৷ প্ল্যাটফর্মটির লক্ষ্য অন্যান্য বাংলা ওটিটি প্ল্যাটফর্মকে ছাড়িয়ে একটি উন্নত প্রযুক্তিগত অভিজ্ঞতা প্রদান করা।

Whatsapp Image 2023 06 06 At 9.30.09 Pm
Funprime-এর বর্ণাঢ্য উদ্বোধন 7

ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেডের কর্ণধার ডঃ সুদীপ বসু এই অনুষ্ঠানে বলেন, “বাংলা বিনোদন জগতকে এক নতুন দিশা দেখাতে চলেছে FunPrime. AI Based উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে FunPrime-এর দর্শকদের কাছে তাঁদের নিজস্ব পছন্দের বিনোদন পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। অত্যন্ত কম Bandwidth পরিষেবার সাহায্যে প্রত্যন্ত অঞ্চলেও FunPrime-এর পরিষেবা পৌঁছে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।” FunPrime অ্যাপটি প্লেস্টোর এবং অ্যাপ স্টোরের পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্ম এবং কেবল/ইন্টারনেট অপারেটরের মাধ্যমে ডাউনলোড এবং সাবস্ক্রিপশনের জন্য উপলব্ধ হবে। সাবস্ক্রিপশন বিকল্পগুলি ভারত, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী এবং অন্যান্য দেশে বিশেষভাবে বাঙালি দর্শকদের জন্য উপলব্ধ হবে৷ FunPrime-এর বার্ষিক সাবস্ক্রিপশন মূল্য হলো ভারতীয় মূল্যে মাত্র ৭৯৯ টাকা। থাকছে একাধিক পেমেন্ট বিকল্প। অত্যাধুনিক ডিজিটাল রাইট ম্যানেজমেন্ট এবং ডেটা সিকিউরিটি টুল ব্যবহার করে FunPrime প্রত্যেক ব্যবহারকারীকে সুরক্ষা দেবে। সফট লঞ্চের সময় নতুন গ্রাহকরা এক মাসের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।