Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

আর্ট ফর দ্য ওয়াইল্ড

প্রকৃতি এবং বন্যপ্রাণ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। যুগ যুগ ধরে মানুষ, উদ্ভিদ ও বন্যপ্রাণ এই পৃথিবীতে সহাবস্থান করে আসছে। কিন্তু মানুষ লোভের বশবর্তী হয়ে বন্যপ্রাণী ও প্রকৃতিকে ধ্বংস করে বন্যপ্রাণের ভবিষ্যতকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ফলস্বরূপ পরিবেশের বাস্ততন্ত্র এবং ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ, মানুষ এই বিশ্বচরাচরের প্রধান দক্ষতাসম্পন্ন প্রাণী। তাই পৃথিবীর বুকে বসবাসরত অন্যান্য প্রাণী, বন্যপ্রাণ তথা জীবকূলক বাঁচিয়ে রাখার জন্য আরও বেশি দায়িত্বশীল ও সচেতন হ‌ওয়া মানুষের একান্ত কর্তব্য। পাশাপাশি বন্যপ্রাণ ও প্রকৃতির সঙ্গে সম্পর্ককে আরও নিবিড় করে তোলা প্রয়োজন

এহেন ভাবনা থেকেই গত ২১-২৩ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে অনুষ্ঠিত হল শিশুদের আঁকা চিত্রকর্ম ও স্কেচ প্রদর্শনী ‘আর্ট ফর দ্য ওয়াইল্ড’। মূলত বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের সচেতনতার বার্তাকে ছড়িয়ে দেওয়াই ছিল তিনদিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্দেশ্য। এই প্রদর্শনীর আয়োজক কিডস ফর টাইগার ইনিশিয়েটিভ সহ স্যাঙ্কচুয়ারি নেচার ফাউন্ডেশন, এইচ টি পারেখ ফাউন্ডেশন এবং শহরস্থিত অন্যতম এনজিও ‘শের’। প্রসঙ্গত, ৮ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোর শিল্পীদের আঁকা ৭০০টির‌ও বেশি ছবির মধ্যে থেকে ১৫৮টি ছবিকে বেছে নিয়ে এই প্রদর্শনীতে স্থান দেওয়া হয়েছিল।