Monday, February 3, 2025
ওয়েব-Wave

ওয়েব সিরিজে আইনজীবি কাজল

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। আগামী ২৪ জুলাই স্ট্রিমিং শুরু ওয়েব সিরিজে ‘দ্য ট্রায়াল’-এর। লিখেছেন মৃণালিনী ঠাকুর

সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি, সম্প্রতি ইনস্টাগ্রাম ও টুইটারে এমন ঘোষণা এবং পরে সেটা নিজের আপকামিং ওয়েব সিরিজের প্রমোশন বলে নেটিজেনদের কাছে যথেষ্ট ট্রোলড হয়েছেন বলিউডের এক ও অদ্বিতীয় কাজল। সত্যি কথা বলতে কী, কাজলকে কোন বিশেষজ্ঞ যে এই জাতীয় প্রমোশনাল এক্টিভিটির পরামর্শ দিয়েছেন, সেটা আমরা জানি না ! কিন্তু, এটা জোর দিয়ে বলা যায়, কাজলের এই জাতীয় প্রমোশনের কোনও দরকারই ছিল না। তিনি ওয়েব সিরিজে ডেবিউ করছেন, এটাই তো একটা বিরাট খবর। সেই সূত্রেই জানাই, ইতিমধ্যেই বিনোদন সংবাদ মাধ্যমগুলি এই খবরে ছয়লাপ !

Images
ওয়েব সিরিজে আইনজীবি কাজল 6

হিন্দি সিনেমা দুনিয়ায় অভিনেত্রী হিসেবে কাজলের অবস্থান কোথায়, সে কথা বলার অপেক্ষা রাখে না। ওয়েব দুনিয়া তাঁকে যে সাদরে গ্রহণ করবে, এটা তাই আগাম বলে দেওয়া যায়। কেরিয়ারের এই সময়টায় বহু বলিউড তারকাই ওয়েব দুনিয়ায় পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁদের অধিকাংশই সফল। এক্ষেত্রে ওয়েব দুনিয়ার ক্রিয়েটরদের কথা পৃথকভাবে বলতে হয়। তাঁরা একদিকে নতুন নতুন বিষয় নিয়ে আসছেন স্ট্রিমিং পর্দায়। পাশাপাশি কোন অভিনেতাকে কীভাবে ব্যবহার করা যায়, তারও একটি সুষ্টুরূপ দেখছি আমরা। প্রত্যাশিত কাজলের মতো অভিনেতার ক্ষেত্রেও দর্শক প্রত্যাশা পূর্ণ হবে।

Images 22 1
ওয়েব সিরিজে আইনজীবি কাজল 7

এবার মূল কথায় আসি, ডিজনি হটস্টার-এ কাজল অভিনীত চরিত্রটির নাম নয়নিকা সেনগুপ্ত। শোয়ের নাম ‘দ্য ট্রায়াল : পেয়ার কানুন ধোঁকা’! রবার্ট কিং ও মাইকেল কিং সৃষ্ট জনপ্রিয় সিবিএস শো ‘দ্য গুড ওয়াইফ’-এর রিমেকে ডেবিউ ঘটছে কাজলের, যেখানে তিনি একজন আইনজীবির ভূমিকায় অভিনয় করছেন। মূল সিরিজে চরিত্রটিতে অভিনয় করেন জুলিয়ানা মারগুলিস। তাঁর সঙ্গে কাজলের তুলনা টানা নিশ্চয়ই ঠিক হবে না। কারণ, যখনই ভিন্নভাষার কোনও কাহিনি অবলম্বনে দেশীয় ভাষায় সিরিজ নির্মিত হয়, তখন তার পরিবেশন ভঙ্গিতে একটা পরিবর্তন আনা হয়। দৃশ্যপট থেকে চরিত্র সৃজন–সবক্ষেত্রেই ভারতীয়-করণের একটি প্রচেষ্টা আমরা দেখি। অতএব ‘দ্য ট্রায়াল’-এর ক্ষেত্রেও কাজলকে আমাদের সেই নিরিখেই গ্রহণ করতে হবে।

Images 52 1
ওয়েব সিরিজে আইনজীবি কাজল 8

তবে, ওয়েব সিরিজে এই প্রথম হলেও ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে কাজলকে আগেই আমরা দেখেছি নেটফ্লিক্স-এর ছবি ‘ত্রিভঙ্গ’-তে। রেনুকা সাহানে পরিচালিত এই ছবিতে কাজল ছাড়াও ছিলেন তনভি আজমি, মিথিলা পলকর। রেণুকাই লেখেন ছবির গল্প। ছবির অন্যতম প্রযোজক ছিলেন অজয় দেবগন। তিন নারীর কিছুটা অগতানুগতিক এক পরিবার ও তাদের পরস্পরের সম্পর্ক নিয়েই এই ছবি। কাজলের কাজ স্বভাবতই বিশেষভাবে প্রশংসিত হয় এখানে। অর্থাৎ কাজল তাঁর ডিজিটাল ডেবিউ ইতিমধ্যেই ঘটিয়ে ফেলেছেন। এবার ওয়েব সিরিজে তিনি কতটা নজর কাড়েন, সেটাই দেখার।

Images 62
ওয়েব সিরিজে আইনজীবি কাজল 9

‘দ্য ট্রায়াল’-এরও অন্যতম প্রযোজক অজয় দেবগন। লিগাল-পলিটিকাল এই ড্রামার এটি প্রথম সিজন। পরিচালনা সুপর্ণ এস ভার্মা। একজন হাউস ওয়াইফ একটি ল ফার্মে আইনজীবি রূপে ফিরে আসে ১৩ বছর পর। তার লক্ষ্য স্বামীকে কারাগার থেকে মুক্ত করা (যে কিনা তার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে) এবং সংসারকে বাঁচানো। ডিজনি হটস্টারের এই সিরিজের জন্য গল্প লিখেছেন হুসেন দালাল, আব্বাস দালাল, সিদ্ধার্থ কুমার ও অর্ণব চক্রবর্তী। মুখ্য চরিত্রে কাজল। এছাড়াও অভিনয়ে আছেন কুবরা সৈত, শিবা চাড্ডা, আলিয়া খান ও যিশু সেনগুপ্ত। আগামী ১৪ জুলাই থেকে স্ট্রিমিং শুরু হবে বহু প্রতীক্ষিত কাজল অভিনীত সিরিজ ‘দ্য ট্রায়াল’।