গৌরবের কণ্ঠে ‘তোমাকে ভাবাবে’
“ঠিক একবছর আগে এই দলের প্রয়াসেই একটি বাংলা আধুনিক গান মিরচি মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছিল। একবছরের মাথায় আবারও একটি নতুন বাংলা আধুনিক গান মুক্তি পাচ্ছে”–দক্ষিণ কলকাতার গান-বাজনা গ্যারেজে বিনোদন প্লাস-কে এমনটাই জানালেন জি বাংলা সারেগামাপা খ্যাত সঙ্গীতশিল্পী তথা তরুণ প্রজন্মের সেনসেশন গৌরব সরকার। বরাবরের মতো এবারও ননস্টপ বিনোদন নিজের কথা রেখেছে। সেই মতোই গত ২৮শে মে তারা শ্রোতা-দর্শককে উপহার দিয়েছে গৌরব সরকারের গাওয়া আরও একটি হৃদয়স্পর্শী বাংলা আধুনিক গান ‘তোমাকে ভাবাবে’। গানটির কথা লিখেছেন রাজীব দত্ত। মিউজিক কম্পোজ করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক অমিত ব্যানার্জি। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড । শ্রোতামহল যে গানটির সুরে স্পন্দিত, তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, অমিত ব্যানার্জি বলেন, “গৌরব এর আগেও আমাদের সঙ্গে কাজ করেছে। আমরা সেখানেও সাফল্য অর্জন করেছি। যে অনুভূতি নিয়ে আমি গান তৈরি করি, গৌরব যেন সেই ভাবটা বড়ো বেশি বোঝে। তাই খুব সহজেই ও গানগুলো গেয়ে ফেলে।”