Monday, February 3, 2025
৫ফোড়ন

দিদি বদল কী সময়ের অপেক্ষা ?

পোডিয়াম থাকছে। দিদিও থাকছেন। কিন্তু বদলে যাচ্ছে শো। পাল্টাচ্ছে দিদির মুখ। দিদি রচনা ব্যানার্জির গ্রহণযোগ্যতা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। বছরের পর বছর বাংলার মহিলাদের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে ‘দিদি নাম্বার ওয়ান’–সে তো তাঁর গুণেই। তবুও জনশ্রুতি, বলা ভালো প্রশ্ন উঠছে, জি বাংলার এই হিট শো কী তার আকর্ষণ হারাচ্ছে ? টিআরপি নিম্নগামী ? আর সেইজন্যই জি বাংলা কর্তৃপক্ষ তাদের পুরোনো হিট শো রোজগেরে গিন্নির আদলে নিয়ে আসতে চলেছে নতুন রিয়ালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’ ? বাংলা টেলিপাড়ায় এই বাবদ গুঞ্জন এখন তুঙ্গে। অনেকেরই আশঙ্কা, দিদি রচনা ব্যানার্জির ‘দিদি নাম্বার ওয়ান’-এর জায়গায় আসতে চলেছে গোয়েন্দা গিন্নি ইন্দ্রানী হালদারের ‘ঘরে ঘরে জি বাংলা’ ? এখনও এই শোয়ের সম্প্রসারণ সময় জানানো হয়নি জি বাংলার পক্ষ থেকে, এটাই বাঁচোয়া। হতে পারে দুটি শো-ই থাকবে। আপাতত দিন গোনার পালা।