Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

ননস্টপ আড্ডায় বৈশাখ

বৈশাখ মানেই যেন বাঙালির নিজের কাছে ফেরা। সেই অনুষঙ্গেই ননস্টপ আড্ডার একের পর এক আয়োজন। পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের ডালি সাজিয়েছিল ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলের ননস্টপ আড্ডা। বিশিষ্ট অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন সেই অনুষ্ঠানে। গত ২২ এপ্রিলেও আড্ডার বিষয় ছিল বৈশাখ। ঋতু বৈশাখ, মন ও মননে–তাই নিয়েই এক আসর। উপস্থিত ছিলেন দুই বিশিষ্টশিল্পী বর্ণালী সরকার ও কিংশুক রায়। আজ সন্ধ্যার শিল্পী ম্যাডোনা চট্টোপাধ্যায়। তাঁর কণ্ঠে আমরা শুনবো বাংলা গানের সম্পদ, ঐশ্বর্য, ঐতিহ্য ও পরম্পরায় অভিষিক্ত বেশ কয়েকটি গান। আগামী ৬ মে তারিখের বিষয় ‘বৈশাখী ঝড়’–উপস্থিত থাকবেন সংগীতশিল্পী তড়িৎ চৌধুরী ও বাচিকশিল্পী নবনীতা সেন চৌধুরী। আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে বিশেষ নিবেদন ‘বিশ্ববীণারবে…’। কাজী নজরুল ইসলাম স্মরণে আগামী ২৭ মে আয়োজিত হয়েছে ‘কবি ও মুসাফির’। প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটায় চোখ রাখুন ননস্টপ ইউটিউব চ্যানেলের ননস্টপ আড্ডা-র আসরে।