Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

নন্দিতা ও সুজয়ের যুগলবন্দী! গাইলেন ‘সেদিন দুজনে’

“দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে” – বাঙালির প্রেম হয়তো কবির গান ছাড়া অসম্পৃক্ত (Rabindra Sangeet)। সুখে-দুখে আবেশে মননে ফিরে ফিরে আসে তাই সেই গান। চলছে প্রেমের সপ্তাহ। চারিদিকে গোলাপের উচ্ছ্বাস। তাই এই রোম্যান্টিকতার আবহে এবার যুগলবন্দী নন্দিতা এবং সুজয়ের।

পটার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতপ্রসিদ্ধ রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন্দিতা নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় (Rabindra Sangeet)। প্রায় সব ভিডিওতেই আসে মিলিয়নের ভিউজ। অপরদিকে শিল্পী সুজয় ভৌমিক-কে ভার্সেটাইল জিনিয়াস বললে অত্যুক্তি হয়না। তুখোড় দুই শিল্পীর যুগলবন্দী এবার সঙ্গীত অনুরাগীদের মন কাড়বে একথা বলাই যায়।

নন্দিতা এক্সক্লুসিভ চ্যানেল থেকে ১০ ই ফেব্রুয়ারি বিকেল ৫ টা ৪৫ -এ মুক্তি পেতে চলেছে সুজয় ও নন্দিতার ডুয়েট গান ‘সেদিন দুজনে’। মূলত ভ্যালেন্টাইনস ডে-কে সামনে রেখেই এই ভিডিও সং বানানো হয়েছে। গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন অমিত বন্দোপাধ্যায়। সমস্ত অডিও প্ল্যাটফর্মে শোনা যাবে এই গানটি। গানের ডিজিটাল ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড।