নিন্দা প্রশংসা মিলিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া
হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তোলা ওয়েব সিরিজ ‘দ্য লর্ড অফ দ্য রিংস : দ্য রিংস অফ পাওয়ার’ নিয়ে লিখেছেন সোমনাথ লাহা।
ওয়েব দুনিয়া ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিষয়ভাবনা থেকে টেকনিক্যাল কারিকুরি, এমনকি বাজেট সবেতেই ইদানীং নজির সৃষ্টি করছে ওটিটি প্ল্যাটফর্ম। একের পর এক বড় হাউজের বৃহৎ বাজেটের ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে। এর মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক স্তরে নির্মিত ও পরিবেশিত। সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য লর্ড অফ দ্য রিংস : দ্য রিংস অফ পাওয়ার’, যা নির্মাণ পর্ব থেকেই বহুচর্চিত। আপাতত প্রথম সিজনের মাত্র দুটি পর্ব মুক্তি পেয়েছে। আর মুক্তি পাওয়া মাত্রই ওয়েব দুনিয়ায় ঝড় তুলেছে এই সিরিজ। সিজন ওয়ানে রয়েছে আটটি পর্ব। তার মধ্যে দুটি এই মুহূর্তে দর্শক দরবারে হাজির।
প্রসঙ্গত, দ্য লর্ড অফ দ্য রিংস সিরিজের ছবিগুলি এর আগে রেকর্ড ব্যবসা করেছে বক্স অফিসে। সেই কারণেই এই ওয়েব সিরিজটিকে ঘিরে বিশ্বব্যাপী দর্শকের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। ‘দ্য লর্ড অফ দ্য রিংস : দ্য রিংস অফ পাওয়ার’ নিয়ে ভারতে প্রচার করেছেন হৃতিক রোশন, জাহ্নবী কাপুর ও সারা আলি খানের মতো বলিউড তারকারা। ইতিমধ্যেই লেটসওটিটি গ্লোবালের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয়েছে সিরিজটির বাজেট। টুইটারে সংস্থার তরফে জানানো হয়েছে, আমাজন প্রাইমের ‘দ্য লর্ড অফ দ্য রিংস : দ্য রিংস অফ পাওয়ার’-এর বাজেট ৩৭০০ কোটি টাকা।
একদিকে যেমন এই সিরিজ ঘিরে উত্তেজনা তুঙ্গে ! অন্যদিকে ‘দ্য লর্ড অফ দ্য রিংস : দ্য রিংস অফ পাওয়ার’ নিয়ে কিছু বিরূপ প্রতিক্রিয়াও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই সিরিজের সিনেমাগুলির সঙ্গে এর তুলনা টেনে, তীব্র সমালোচনায় নেমেছে। যদিও, আমাজন প্রাইমের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভিউয়ের নিরিখে এই ওয়েব সিরিজটি এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। প্রথম দিনেই সারা বিশ্ব জুড়ে প্রায় ২.৫ কোটি দর্শক দেখেছেন এই সিরিজ। দর্শক সংখ্যার নিরিখেই সিরিজটি নাম লিখিয়ে ফেলেছে ইতিহাসে।
সারা পৃথিবী জুড়ে ২৪০টি দেশে একসঙ্গে মুক্তি পাওয়া ‘দ্য লর্ড অফ দ্য রিংস : দ্য রিংস অফ পাওয়ার’ একমাত্র ওয়েব সিরিজ, যেটির প্রিমিয়ার একসঙ্গে এত দর্শক দেখেছেন। মূলত এই আমেরিকান ফ্যান্টাসি সিরিজটি জে.আর.আর. টলকিয়েনের লেখা উপন্যাস ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ এবং এর পরিশিষ্টগুলির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। জে.ডি. পাইনে (J. D. Payne) এবং প্যাট্রিক ম্যাকে (Patrick Mckay) যৌথভাবে এই সিরিজটি তৈরি করেছেন।
‘দ্য লর্ড অফ দ্য রিংস : দ্য রিংস অফ পাওয়ার’ প্রযোজনা করেছে আমাজন স্টুডিয়োজ। সহ প্রযোজনায় হার্পার কলিন্স ও নিউ লাইন সিনেমা। সহযোগিতায় টলকিয়েন এস্টেট। প্রসঙ্গত ‘দ্য লর্ড অফ দ্য রিংস : দ্য রিংস অফ পাওয়ার’-এর প্রথম দুটি পর্বের প্রিমিয়ার হয়েছিল ১লা সেপ্টেম্বর। বাকি আট পর্বের প্রথম সিজনটি চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই এই সিরিজের প্লট, সিনেমাটোগ্রাফি, ভিস্যুয়াল ও সংগীত রীতিমতো ইতিবাচক প্রশংসা পেয়েছে সমালোচক মহলে।