Monday, May 12, 2025
কৃষ্টি-Culture

‘প্রণাম’-এর সদস্যদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

গত ১৯ শে আগস্ট সন্ধ্যায় কলামন্দিরে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। আয়োজক ‘দ্য বেঙ্গল’। ‘প্রণাম’-এর সদস্যদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এই সন্ধ্যার আয়োজন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাত নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি ও তাঁর নৃত্য প্রতিষ্ঠান দীক্ষামঞ্জরী-র সদস্যরা। গানে ছিলেন ডঃ আনন্দ গুপ্ত ও তাঁর প্রতিষ্ঠান দক্ষিণায়ন ইউকে। ‘প্রণাম’ হলো প্রবীণ নাগরিকদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে কলকাতা পুলিশের সহযোগিতায় পরিচালিত একটি বিশেষ প্রকল্প। বিগত বেশ কয়েক বছর ধরে প্রবীণ নাগরিকদের কল্যাণে তাঁরা নানাবিধ সামাজিক কাজ করে চলেছেন। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে ‘দ্য বেঙ্গল’-এর সেক্রেটারি জেনারেল সন্দীপ ভুতরিয়া জানান, “প্রণামের সদস্য সংখ্যা ২০০ থেকে ২০ হাজার হওয়ার সাক্ষী আমরা, যা নিঃসন্দেহে এক বিশেষ উল্লেখযোগ্য ঘটনা।” সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

এই সন্ধ্যার অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঋষি অরবিন্দকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় নৃত্য-গীতি-আলেখ্য  ‘ল্যাম্প অফ গড’-এর মাধ্যমে। সমগ্র অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিল। রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা, ঋষি অরবিন্দ স্মরণে সম্মিলিত উপস্থাপনা এবং সবশেষে বাইশে শ্রাবণ স্মরণে মৃত্যু আঘাত লাগে প্রাণে। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে শিশুশিল্পী ময়ূরজিৎ চক্রবর্তীর বাঁশিবাদন মন ছুঁয়ে যায়। ‘তুই ফেলে এসেছিস কারে’ গানের সঙ্গে সমবেত নৃত্যের উপস্থাপনা দর্শকমন ভরিয়ে দিয়েছে। ডঃ আনন্দ গুপ্তের কণ্ঠে ‘আমার প্রাণের পরে চলে গেল কে’ এবং ‘তোমায় গান শোনাবো’ গানদুটি শ্রোতাদের আবিষ্ট করে রাখে দীর্ঘক্ষণ। ডোনা গাঙ্গুলির নৃত্যের উপস্থাপনা ছিল এককথায় অসাধারণ। ভাষ্যপাঠ ও আবৃত্তিতে ছিলেন শ্রী বসু, শুভদীপ চক্রবর্তী এবং পিয়ালী পাঠক। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ, অরিন্দম শীল, এষা দত্ত, ডঃ মহম্মদ মনসুর আলম, প্রীতি প্যাটেল, নয়নতারা পাল চৌধুরী প্রমুখ। অজন্তা চৌধুরী