Monday, February 3, 2025
৫ফোড়ন

বউয়ের ভয়েই পিঠটান অক্ষয়ের

একদা হিট জুটি তৈরি হওয়া সত্বেও একটা সময়ের পর পর্দায় আর ওঁদের একসঙ্গে দেখা যায়নি। ঠিক ধরেছেন, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার কথাই বলছি। পর্দায় তাঁদের কেমিস্ট্রি দেখার জন্য হা পিত্যেশ করা সত্বেও ২০০৫ এর পর আর একসঙ্গে কাজ করেননি অক্ষয় প্রিয়াঙ্কা। এর কারণ সেসময় বহু হাতড়ানোর পরও মেলেনি। এতদিন পর বিষয়টি খোলসা করলেন পরিচালক সুনীল দর্শন। দর্শনের কথায়, টুইঙ্কেল খান্নার চূড়ান্ত আপত্তির কারণেই এটা ঘটে। শোনা যায়, ‘বরসাত’ ছবিতে একটি গানের দৃশ্যে অভিনয়কালে প্রিয়াঙ্কার সঙ্গে করা একটি ঘনিষ্ট দৃশ্য দেখে বেজায় চটেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খান্না। যদিও এই দৃশ্যে বিপাশাও ছিলেন। কিন্তু টুইঙ্কলের চোখে অক্ষয়-প্রিয়াঙ্কাই পড়েন। অক্ষয়-প্রিয়াঙ্কা জুটির ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘এইতরাজ’ সহ বেশ কয়েকটি ছবিতে ওঁদের মাখোমাখো রসায়ন দেখে একেবারে বেঁকে বসেন টুইঙ্কল। অগত্যা অক্ষয়ের সমঝোতা এবং টুইঙ্কলের দাবি মেনে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ বন্ধ। দেখা যাচ্ছে, পর্দায় যে যত বড় হিরোই হোন না কেন, হোম ফ্রন্টে সবাই অসহায় !