Monday, February 3, 2025
সম্পাদকীয়

বাণিজ্য বিষয়ে গুরুত্ববোধ বাড়াতে হবে

গত কয়েকমাস ধরেই একটি টক শো-কে কেন্দ্র করে বেশ কয়েকজন চলচ্চিত্র পরিচালকের সান্নিধ্যে আসার সুযোগ ঘটে। তাঁদের সঙ্গে আলোচনায় আর সবকিছুর মতো আজকের জনপ্রিয়তম ওটিটি অৰ্থাৎ ওভার দ্য টপ প্ল্যাটফর্মের কথাও ওঠে স্বাভাবিকভাবেই। দেখা যাচ্ছে, সকলেরই বক্তব্য, বাংলায় এখনও ওটিটি প্ল্যাটফর্মে কাজের সুযোগ তুলনামূলক ভাবে অনেক কম। কথাটা একেবারেই ভুল নয়, বলাই বাহুল্য।

ওঁদের অভিযোগ বা আক্ষেপের ভিত্তিতেই বিষয়টা নিয়ে একটু ভাবার চেষ্টা করলাম। এই আলোচনা বা বিশ্লেষণে যেতে চাইলে একেবারে গোড়া থেকে শুরুটা করতে হবে। বাংলা বিনোদন বাণিজ্যের আঁতুরঘর অর্থাৎ টালিগঞ্জ স্টুডিওপাড়া। একটা সময় এই স্টুডিওপাড়ার বিরাট গুরুত্ব ছিল সর্বভারতীয় ক্ষেত্রে। বাংলা তো বটেই প্রচুর হিট ও গুণমানযুক্ত হিন্দি ছবি নির্মিত হয়েছে এখানে। এক একজন প্রবাদপ্রতিম সিনেমা ব্যক্তিত্ব কাজ করেছেন এই স্টুডিওপাড়ায়।

সেই গৌরবের দিন অস্তমিত হলো একদা–ইতিহাস সাক্ষী রইলো বাংলা সিনেমা বাণিজ্য পতনের। একটা কথা এখানে বলতেই হবে, বাণিজ্য বিষয়ে বাঙালি জাতি বরাবরই অদ্ভুত এক বিলাস ও সৌখিন ভাবনা নিয়ে চলে। কোনও ধারাবাহিক চর্চার গুরুত্ববোধ তার মধ্যে নেই। সেটা বংশানুক্রমিক হোক বা সার্বিক জাতিগতভাবে ! এক পুরুষ বিরাট সৌধ গড়লো তো, তার উত্তরপুরুষ সব উড়িয়ে হারিয়ে তারিয়ে পথে বসলো। বিনোদন বাণিজ্যও তার ব্যতিক্রম নয়।

সিনেমা থেকে টিভি, টিভি থেকে ওটিটি–আজও বাণিজ্যে সেই গুরুত্ববোধের পরিচয় দিতে পারলো না বাঙালি। এখানে প্রতিভার অভাব নেই। কিন্তু টাকার অভাব প্রভূত পরিমাণ। টাকা ছাড়া বিনিয়োগ হবে কী করে। প্রদীপের সলতের মতো টিমটিম করে জ্বলা দু-একটি ওটিটি প্ল্যাটফর্মে ক’জন আর কাজের সুযোগ পাবেন ? ফলে, ওই হাহাকার! একদল বিনিয়োগকারীর আবার অভিযোগ, এখানে কাজের পরিবেশ নেই–বড্ড রাজনৈতিক হস্তক্ষেপ ! এ অভিযোগও মিথ্যে নয়। রাজনীতি সর্বত্র আছে। কিন্তু অন্যরা সেটাকে ব্যবসা বা পেশাদারিত্বের উর্দ্ধে রাখে না।

একটা কথা নিশ্চিতরূপে বলা যায়, এইসব প্রতিকূলতা কাটিয়ে না উঠতে পারলে বাংলা বিনোদন বাণিজ্য সুখের মুখ দেখবে না। অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়া কোনও ক্ষেত্রেই অগ্রগতি সম্ভব নয়। বিনোদন বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই সেটা বুঝতে হবে। নাহলে নতুন কাজের ক্ষেত্র তৈরি হবে না।