Monday, February 3, 2025
৫ফোড়ন

বান্টি আউর সোনা

গত কয়েকদিন ধরে কত যে খবর সোনাক্ষীর বিয়ে নিয়ে ! গসিপ লিখিয়েরা পারে সত্যি ! এই দাবাং খান, তো, এই বিরাট কোহলির ভাই। সলমন যে সোনাক্ষী সিনহাকে বিয়ে করবেন না, এ খবর সকলেই জানি। বরং, ভিকি-ক্যাটরিনার বিয়ের খবরের আগে পর্যন্ত ক্যাটি-সল্লুর প্রেম নিয়ে বি টাউনের বাতাসে একটা গন্ধ পাওয়া যেত। সলমন থাক। আমাদের সোনা থুড়ি সোনাক্ষীর কথায় আসি। গুজবে সলমনের নাম পর্যন্ত একরকম ঠিক ছিল। এই বিরাটের ভাইয়ের ব্যাপারটা নিতান্তই সস্তা গসিপ হয়ে গেল। যখন জানা গেল, বিরাটের এই তথাকথিত ভাইটি আদতে তাঁদের পরিবারের কেউ নন, ভাতৃসম বন্ধু বান্টি সচদেব, তারপরই রটনার বেলুন ফুসসস !! ভাই আর ভাইয়ের মতো কী এক হলো ? খুব শিগগিরই তাঁরা বিয়ে করছেন, এই গুজব অবশ্য সোনাক্ষী নিজেই উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি এখন কেরিয়ারেই মন দিতে চান সম্পূর্ণভাবে।