ভক্তের মন রাখলেন রণবীর
ভক্তকুলের আবেগাতিশয্যে সাড়া দিয়ে তারকারা কত কী-ই না করেন ! সাম্প্রতিককালে এ ব্যাপারে উল্লেখযোগ্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন রণবীর কাপুর। অকুস্থল একটি কলেজ ইভেন্ট, সেখানে তাঁর আপকামিং ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর প্রমোশনে গিয়েছেন রণবীর। হঠাৎই এক তরুণী সিকিউরিটির বেড়া ভেঙে মঞ্চে উঠে একেবারে রণবীরের কাছে চলে যান। নাহ, বিরক্ত হননি কাপুর খানদানের এই চাহিতা চিরাগ। তিনি সুন্দরভাবে বিষয়টি সামলান। উপরন্তু মঞ্চ ছাড়ার আগে, সেই পাগল ভক্তটির ভাগ্যে জোটে একটি উষ্ণ ‘হাগ’! এই ঘটনা রণবীরের ইমেজে যে বেশ খানিকটা বাড়তি বিভূষণ যুক্ত করল, তাতে সন্দেহের অবকাশ নেই।