মাটির গানে সহজ মা টেলিছবি ‘হৃদমাঝারে’
চলতি বছরে সৌমিতা মুভিজের প্রযোজনায় ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে একের পর এক জনপ্রিয় শিল্পীদের গান। একদিকে ভালোবাসার গান শুনিয়েছেন কুমার শানু, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী। অন্যদিকে জীবনমুখী গান উপহার দিয়েছেন নচিকেতা চক্রবর্তী।
আসন্ন নববর্ষে মুক্তি পেতে চলেছে ভিন্নস্বাদের নারীকেন্দ্রিক টেলিছবি ‘হৃদমাঝারে’। চমকের আরেক পরত সরিয়ে পরিচালক অমিতাভ ব্যানার্জী জানালেন, “এই প্রথম টেলিফিল্মে আমরা গান ব্যবহার করতে চলেছি।” এক লহমায় কিছুটা বিস্ময়ের সৃষ্টি হলেও, প্রযোজকের নাম শুনে তার নিশ্চিত নিরসন ঘটে। ইতিমধ্যেই তারা দর্শকদের যে ধরনের মিউজিক ভিডিও উপহার দিয়েছেন, তাতে টেলিফিল্মে গানের ব্যবহারও যে দর্শকদের আকর্ষণ করবে, তা প্রশ্নাতীত।
মূলত লালমাটির রোজনামচা নিয়েই ‘হৃদমাঝারে’। তাই তার মূল আকর্ষণ হল মাটির গান। অমিত সাহার কথায় এবং নবারুণ দাশগুপ্তের সুরে গানটি গেয়েছেন লোকসঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র সহজ মা। লোক আঙ্গিকের গানে তিনি স্বীয় স্বাতন্ত্র্যে উজ্জ্বল। গানটির শিরোনাম ‘তোমায় মনে পড়ে পরদেশী’, যা ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে আগামী ১৩ মার্চ সন্ধ্যা ৭টায়।
পরিচালনার গুরুভারের অবকাশে এক সাক্ষাৎকারে অমিতাভ ব্যানার্জী বলেন, “সহজ মার সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলার ধৃষ্টতা রাখি না। অত্যন্ত ভালো এবং গুণী শিল্পী। গানের কথা শুনে প্রথমেই মনে হয়েছিল একমাত্র সহজ মা-ই পারেন সাবলীল ভাবে গানের ভাব ফুটিয়ে তুলতে”। প্রযোজক সুবীর ঘোষ জানান, “প্রথিতযশা ও উদীয়মান সমস্ত শিল্পীদের নিয়েই আমরা কাজ করি। সকলের শুভ কামনা ও ভালোবাসা নিয়ে ‘হৃদমাঝারে’ দর্শকদের হৃদয় মাঝে বিরাজ করবে এমনটাই আশা রাখি।”
গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। ইউটিউবের পাশাপাশি সমস্ত ডিজিটাল স্টোরেও গানটি পাওয়া যাবে। গানটিকে কলার টিউন হিসেবেও ব্যবহার করার সুযোগ পাবেন শ্রোতারা। ওটিটি-র কর্ণধার সুদীপ বসু বলেন, “কোনো একটা ভালো প্রজেক্টের জন্য একটা ভালো টিমের প্রয়োজন হয়। সৌমিতা মুভিজের সকলেই একযোগে কাজ করে দর্শকদের সেরাটা উপহার দেন। আর সঙ্গে যখন সহজ মা এবং লোকসঙ্গীত তখন প্রাণভরে মাটির ঘ্রাণ পাবো,সে বিষয়ে সন্দেহ নেই।”