রিল আর রিয়েলে
রিল আর রিয়েল লাইফ যখন প্রায় মিলে যায়, সেটা কাকতালীয় ভাবে হলেও, তাতে একটা ইতিবাচক ইঙ্গিত অবশ্যই মেলে। টিভির চেনা মুখ অঙ্কিতা মজুমদারের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে। সংসার ও বাচ্চা সামলাতে গিয়ে বেশ কিছুদিন কাজের বাইরে থাকতে হয় তাঁকে। দু’বছর পর তিনি পর্দায় ফিরছেন যে মেগার হাত ধরে, সেখানেও একই প্রেক্ষিত। জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকে ঠিক এই অনুষঙ্গেই ফিরলেন অঙ্কিতা। ধারাবাহিকের মুখ্য চরিত্র আনন্দীর ভূমিকায় অঙ্কিতা। আর আনন্দীও সাংসারিক কারণে পেশা থেকে দূরে সরে থাকতে বাধ্য হয়েছিল। দুরন্ত এই সমাপতন নিয়ে মিডিয়ার কাছে স্পষ্টতই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অঙ্কিতা। তাঁর কথায়, আনন্দীকে জীবন্ত করে তুলতে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাবো।