Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

রূপঙ্করের নতুন গান

গত ২২ শে এপ্রিল ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে এক নতুন গানের খবর। জানা গেছে, এবারের আকর্ষণ বিশিষ্ট সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। গানের নাম ‘তুমি হও আয়ুরেখা আমার’। গানের কথা লিখেছেন রাজীব দত্ত এবং মিউজিক কম্পোজ করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক অমিত ব্যানার্জি। ভিডিওটিতে রূপঙ্কর বলেছেন, “পুরোনো চাল যেমন ভাতে বাড়ে, আমার সঙ্গে অমিতদার সম্পর্কটা সেরকমই। আমরা একত্রে অনেক কাজ করেছি। বেশ কিছু শো-তে শুধুমাত্র অমিতদার কম্পোজ করা গান গাওয়ার অনুরোধও পেয়েছি।” এই প্রসঙ্গে অমিত ব্যানার্জির জানিয়েছেন, “রূপঙ্কর বরাবরের মতো খুব যত্ন নিয়ে এই কাজটিও করেছেন। খুব তাড়াতাড়ি গানটি ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেল ও আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।” গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড।