লাভ বিয়ে আজ কাল
আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন্স’-এর ব্যানারে শিগগিরই শুরু হচ্ছে স্টার জলসার নতুন মেগা। লিখেছেন অজন্তা সিনহা।
অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরেই প্রযোজনায় আছেন যিশু সেনগুপ্ত। বহু হিট এবং উপভোগ্য প্রযোজনা যিশু ও তাঁর স্ত্রী নীলাঞ্জনার সংস্থা ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন্স’ উপহার দিয়েছে বাংলা ছোটপর্দার দর্শককে। তাঁদের প্রযোজিত ‘হরগৌরী পাইস হোটেল’ বেশ ভালোই টিআরপি অর্জন করেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে যিশু-নীলাঞ্জনার আপকামিং মেগা সিরিয়াল ‘লাভ বিয়ে আজ কাল’-এর প্রোমো। স্টার জলসায় খুব শিগগিরই এই মেগার ধামাকাদার এন্ট্রি হতে চলেছে। ওঙ্কার আর শ্রাবণের গল্প নিয়ে তৈরি এই সিরিয়ালে বেশ ভিন্নস্বাদের এক বিনোদনের রসদ পাবেন বাংলার টিভি দর্শক।
ওঙ্কারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন বাংলা বিনোদনের অত্যন্ত চাহিতা তারকা ওম সাহানি। ছোট পর্দার পাশাপাশি সিনেমার পর্দাতেও এই হ্যান্ডসাম তরুণকে পেয়েছি আমরা। এই মেগায় ওমের বিপরীতে ডেবিউ করছেন নতুন মুখের মৌমিতা সরকার। মৌমিতা পেশায় মডেল। মডেলিংয়ে যথেষ্ট প্রতিষ্ঠার পর ‘লাভ বিয়ে আজ কাল’-কে ঘিরেই তাঁর অভিনয় জগতে পদার্পণ ঘটছে। সিরিয়ালের নায়িকা অর্থাৎ শ্রাবণের চরিত্রে অভিনয় করেছেন মৌমিতা। প্রোমো দেখে যা মনে হচ্ছে, মৌমিতাকে দর্শক পছন্দ করবেন।
প্রসঙ্গত, ওমের কেরিয়ারের শুরুয়াতও মডেলিংয়ের হাত ধরেই। অভিনয়ের ক্ষেত্রে ধারাবাহিক ‘আলোর বাসা’র মাধ্যমে বাংলা বিনোদনপ্রেমী দর্শকের কাছে চূড়ান্ত জনপ্রিয়তা পান ওম। কিছুদিনের মধ্যেই বড় পর্দায় কাজের সুযোগ ঘটে যায় তাঁর। সিনেমায় তিনি ডেবিউ করেন ‘অর্জুন–কালিম্পংয়ে সীতাহরণ’-এর মধ্য দিয়ে। তারপর বহু কাজ। টলিউডের পাশাপাশি বাংলাদেশের ছবিতেও কাজ করেছেন ওম। শেষ খবর, রাম কমল মুখার্জির ‘বিনোদিনী–একটি নটির উপাখ্যান’ ছবিতে অভিনয় করছেন তিনি। নবাগতা মৌমিতার সঙ্গে তাঁর জুটি কেমন জমে ওঠে, সেটা অবশ্য সময়ই বলবে।
এই ধারাবাহিকে আমরা দেখব ওঙ্কার ঘোষ এবং শ্রাবণের গল্প। ওঙ্কার স্ক্যান্ডাল লাউঞ্জ অ্যান্ড বার নামের এক রেস্তোরাঁর মালিক। যিশুদের প্রযোজনায় পাইস হোটেলের পর এবার রেস্তোরাঁ কালচার। নামেই বোঝা যাচ্ছে, এ নিছক খাবারের রেস্তোরাঁ নয়। এখানে রয়েছে পান ও অনুপানের নানা আয়োজন। পাঠক থুড়ি টিভি দর্শক জেনে রাখুন, ওঙ্কারের রেস্তোরাঁতেই গায়িকার চাকরিতে যোগ দেয় শ্রাবণ। ওঙ্কার ধনী ও ক্ষমতাশালী। সে মনে করে টাকা দিয়ে সব কেনা যায়। আর এই মন নিয়েই সে শ্রাবণের কাছে তার রেস্তোরাঁর বারে গান গাইবার অফার দেয়। শ্রাবণ কী গ্রহণ করবে এই অফার? চিত্রনাট্যের কল্যাণে দুজনের দেখা হওয়ার পর কী কী ঘটে, তা তো আপনারা অন্দরের পর্দাতেই দেখবেন। প্রেম না যুদ্ধ, কী আছে তাদের ভবিষ্যতে, তার জন্য আপাতত তীব্র অপেক্ষা দর্শক দরবারে। স্টার জলসায় আগামী ২৮ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ‘লাভ বিয়ে আজ কাল’-এর। প্রদর্শনের সময় সোম থেকে রবি, প্রতিদিন রাত ৮.৩০ মিনিট।