Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

শর্মিলার একক প্রদর্শনী

কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস-এর সেন্ট্রাল গ্যালারিতে চলছে শিল্পী শর্মিলা পালের একক চিত্র প্রদর্শনী, শিরোনাম ‘অন্তহীন’I প্রদর্শনী শুরু হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি, চলবে ৫ মার্চ পর্যন্ত। প্রদর্শনীর কিউরেটর শিল্পী দেবজ্যোতি রায় I

উদ্বোধনে উপস্থিত ছিলেন অরুণিমা চৌধুরী, গৌতম চৌধুরী, হরেন ঠাকুর, শর্মিলা ঠাকুর, সমিত দে, তাপস সরকার, তারক গড়াই প্রমুখ প্রখ্যাত শিল্পী I রবীন্দ্রনাথ ঠাকুরের উপর তৈরি পনেরোটি বিভিন্ন আঙ্গিকের চিত্র তুলে ধরা দিয়েছে এই প্রদর্শনীতে I প্রতিটি চিত্র শিল্পীর যথার্থ পারদর্শিতার পরিচয় বহন করছে l শিল্পীর কথায়,”আমি শুধু খোলা আকাশ পথে উড়তে চেয়েছিলাম মনপাখির ডানা মেলে I” ছবিগুলি যেন সেই উড়ানেরই প্রতীক।