সম্পর্কে বিশ্বস্ত নন ধনুষ
বিয়ের ১৮ বছর পর বিচ্ছেদের খবরে মেয়ের বাবা তো হতবাক হবেনই। যে সে নন, শ্বশুর হলেন তামিল ছবির ঈশ্বর রজনীকান্ত আর জামাই সুপারস্টার ধনুষ। যুগের পরিবর্তন দুটি মানুষের ভাবনায় ব্যবধান আনতেই পারে। তাই বলে এতটা ? খবরে প্রকাশ, মেয়ে ঐশ্চর্যার চিন্তায় রজনীকান্ত তাঁর মহাতারকা ইমেজ ঝেড়ে ফেলে ধনুষের সঙ্গে দেখা করে সব মিটিয়ে ফেলতে চেয়েছিলেন। কিন্তু ধনুষ তাঁর এই আবেগকে পাত্তাই দেননি। ধনুষ-ঐশ্চর্যার দুই ছেলে যাত্রা ও লিঙ্গার জন্যই নাকি এই বিচ্ছেদ ঠেকাতে মরিয়া রজনীকান্ত। কিন্তু কী এমন ঘটলো, যে অপরিহার্য হয়ে পড়লো এই বিচ্ছেদ ? আদতে পরিচয়ের শুরুতে ধনুষ ঐশ্চর্যার ব্যবহারে প্রবল আপ্লুত ছিলেন। রজনীকান্ত কন্যা হয়েও ধনুষকে তাঁর কাজের জন্য স্বীকৃতি জানান ঐশ্বর্যা। ধনুষকে তখন কেউ চেনে না বললেই চলে। কিন্তু স্টার হয়ে যাওয়ার পরই ধনুষের ঐশ্বর্যার প্রতি সেই মনোভাব আর রইলো না। একের পর এক নায়িকার সঙ্গে জড়িয়ে পড়লেন তিনি। কখনও শ্রুতি হাসান, কখনও তামিল ইন্ডাস্ট্রির আর এক নায়িকা তৃষা। কথিত, ধনুষের সঙ্গে সম্পর্কের জেরেই প্রেমিক বরুণ মানিয়ানের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত পৌছেও সম্পর্ক ভেঙে দেন তৃষা। ধনুষের নাকি আজকাল আর ঐশ্বর্যার সঙ্গ ভালো লাগে না। সেইজন্যই একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়া ও শেষে ঐশ্বর্যার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত।