Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

‘সাহিত্য ও সিনেমা’

‘সাহিত্য ও সিনেমা’ দেখছেন  ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে। আগামী ৩১ জানুয়ারি এই অনুষ্ঠানের বিষয় শিশু সাহিত্য ও শিশুদের জন্য নির্মিত ছবি। অতিথি সাহিত্যিক ছন্দা চট্টোপাধ্যায়। প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে থাকছে এমনই রকমারি বিষয়, যেখানে সাহিত্য ও সিনেমার সুচারু মেলবন্ধন দেখবো আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।