সেনসেশনাল নোরা
কানাডিয়ান এই তরুণী বলিউডে পা রাখা ইস্তক বাজার গরম করে রেখেছেন। একাধারে অভিনেত্রী, মডেল, ডান্সার, সিঙ্গার এবং প্রযোজক নোরা ফাতেহিকে টিভির পর্দায় দেখাটা রীতিমতো অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমাদের। প্রসঙ্গত, বলিউড নিয়ে দু’রকম জনশ্রুতি মেলে। এক, এখানে প্রবল নেপটিজম। দুই, বলিউড কাউকে ফেরায় না। নোরা যে দ্বিতীয় দলেই পড়েন, সে কথা ইতিমধ্যেই প্রমাণিত। বলিউডে নিজের সংসার গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে কোথাও এতটুকু ফাঁক রাখেননি এই কানাডিয়ান সুন্দরী। হিন্দি বলতে শিখেছেন যথাসাধ্য। তারই সঙ্গে নিজের রূপ ও আবেদনকে হাতিয়ার করেছেন, যেখানে যতটুকু প্রয়োজন। বিগ বস (৯)-এর ঘরে ৮৪ দিন কাটানোর পর ময়দান থেকে প্রস্থান করেন নোরা। তবে, যাওয়ার আগে অর্জন করে নেন তুমুল জনপ্রিয়তা, দর্শক থেকে হাউসমেট, সকলের কাছেই। ইদানীং টিভিতে যে ক’টি ডান্স রিয়ালিটি শো চলছে, নোরার রঙিন ও উষ্ণ উপস্থিতি নজর কেড়েছে সবার। হিন্দি ছবির ক্ষেত্রে এখনও তেমন সুবিধা করতে না পারলেও, তাঁর গ্ল্যামার ও দুরন্ত ডান্স ফান্ডা দ্রুত লক্ষ্যে পৌঁছে দেবে নোরাকে, মনে করছেন অভিজ্ঞজন।