আমার তো তবু আশ্রয়টুকু আছে
জীবন নিজেই এক রঙিন জলছবি। চলার পথে কত না বাঁক! প্রতি মুহূর্তে নিজেই সে নিজের রঙ বদলায়। সেই বিচিত্র জীবনের কথা এই বিভাগে। পড়ছেন চয়নিকা বসুর কলমে।
গত কয়েকদিন যাবৎ বাড়িতে ইঁদুর ও ছুঁচোর উৎপাত। বড় ভাই আর ছোট ভাই মিলে একেবারে বিপর্যস্ত করে তুলেছে। নতুন কিছু নয়। আমাদের সাজানো, পরিচ্ছন্ন এবং সুপরিচালিত সংসার যাত্রাটিকে তছনছ করে দেওয়ার ষড়যন্ত্র সেই সভ্যতার আদিকাল থেকেই করে আসছে এই দুই সম্প্রদায়। প্রবেশের সম্ভাব্য সমস্ত ছিদ্রপথ বন্ধ করেও এদের আগমন বন্ধ করা যায় না। প্রথমে কিলার কেক, এটা আবার শুধু ইঁদুরকুলের জন্য। তাতে তাদের কিছুটা ঠেকানো গেল। ছুঁচোদের আবার এতে জব্দ করা যায় না।
অত্যাচার চরমে ওঠায় খাঁচা আনা হলো এবং তাতে পরপর দুদিন, দুটি ছুঁচো ধরা পড়লো। আমার গৃহকর্মের সহকারিনী মেয়েটির দয়ার শরীর। সে বলে, মেরো না গো ! পরপর দুদিনই খাঁচা ধরে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে ফেলে দিয়ে আসে সে ছুঁচো বাবাজিদের। খাঁচা পাতাই রয়েছে। ছুঁচো বাবাজিকে লোভ দেখানোর টোপও আছে সেখানে। আপাতত দু-তিন দিনের শান্তি।
ছুঁচো, ইঁদুর, আরশোলা, উইপোকা। কাকে ছেড়ে কার কথা বলি ? আরশোলার বংশের নাকি ধ্বংস হওয়ার কোনও সম্ভাবনাই নেই। মানব সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পরেও নাকি ওরা থেকে যাবে। উত্তরবঙ্গের ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়ায় উইপোকার চরম বাড়বাড়ন্ত। এদের উৎপাটনেও সময় ও শ্রম ব্যয় করতে হয়। আর একটু গরম পড়লেই আরশোলার দল ঘরের এদিক ওদিক কোন থেকে বেরিয়ে পড়ে। পাঠক পড়তে পড়তে হাসবেন জানি, মশা নয়, মাঝে মাঝে আরশোলার তাড়নায় মশারি খাটানোর কথা ভাবতে হয়। ও হরি, মশার কথা তো ভুলেই গেছিলাম। মাঝে মাঝে মাছিরাও বেশ জ্বালায়।
এদের সবাইকে নির্মূল করার জন্যই বাজারে আয়োজন, উপকরণের অভাব নেই। বাড়িতে চাল-ডাল, তেল-নুন ইত্যাদি রেশন দ্রব্যের সঙ্গে এইসব উৎপাত দূরীকরণের ব্যবস্থাও রাখতে হয়। যাকে বলে, রীতিমতো গুরুত্ব সহকারে ! এদের কারণে মাঝে মাঝে নিজের বাড়িতেই নিজেকে অসুরক্ষিত মনে হয়। তারপরই লজ্জিত হই নিজের বিবেকের কাছে। কীসের এত অভিযোগ, অসুবিধা, বিরক্তি, আশঙ্কা। মাথার ওপর একটা ছাদ তো আছে আমার ! আর সেই মানুষগুলো, যাঁদের সেটুকুও নেই ! এই মশা-মাছি, ছুঁচো-ইঁদুর, আরশোলা, উইপোকা শুধু নয়। আরও কত প্রতিকূলতা নিয়ে যে জীবন কাটিয়ে দেন এদেশের বহু মানুষ ! আশ্রয়হীন হয়ে ফুটপাত বা গাছের নিচে আশ্রয় নিয়ে বেঁচে থাকেন ওঁরা, কোনও অভিযোগ না করেই।
ছবি : প্রতীকী