আমিরী চালে সত্যকথন
সোশ্যাল মিডিয়ায় বিপুলভাবে ভাইরাল হচ্ছে নব বিবাহিত দম্পতি হিসাবে আমির ও ফতিমার ছবি। এও দাবি, নিকাহ সারা হয়ে গেছে ওঁদের। চিমটি কাটার ব্যাপারটা রয়েছে ঠিক এর পরেই। ছবির নিচে ক্যাপশন দেওয়া হয়েছে–ফতিমা শেখ ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর এখন তিনিই আমির খানের তৃতীয় বেগম ! এখানেই শেষ নয়। উল্লেখিত হয়েছে একথাও, এই আমির খানই ‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানে বালবিবাহ, বহুবিবাহ নিয়ে জ্ঞানের কথা বলেন। এবার নিজে কী করলেন ? আমির সত্যিই ফতিমাকে বিয়ে করেছেন কিনা, তার কোনও বিধিমাফিক ঘোষণা নেই। প্রসঙ্গটা অন্য। যাঁরা এই জাতীয় ছবি পোস্ট করেন বা এইসব ক্যাপশন তাতে লেখেন, তাঁরা ভুলে যান ‘সত্যমেব জয়তে’ আমিরের একটি টেলিভিশন শো মাত্র। তিনি এখানে হোস্ট। প্রযোজকরা আমিরের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছেন। ভালো কথা বলার সহজাত দক্ষতায় আমির শো-টিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন। তাঁর নিজের জীবনদর্শনের সঙ্গে দূর দূর পর্যন্ত এর কোনও সম্পর্ক নেই।