Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

চাঁদের হাসি বার্ষিকী

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘চাঁদের হাসি’ বার্ষিকী ২০২২। প্রতিটি বিভাগ অসাধারণ এক পরিকল্পনা প্রসূত, যা ছোটদের পাশাপাশি বড়দেরও মন ছুঁয়ে যাবে। এর জন্য নিঃসন্দেহে ধন্যবাদ পাবেন সম্পাদক ছন্দা চট্টোপাধ্যায় ও পত্রিকার সুযোগ্য সহ-সম্পাদক প্রকৃতি চট্টোপাধ্যায়। ছন্দা চট্টোপাধ্যায়ের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমে ‘চাঁদের হাসি’ আজ উৎকর্ষতার চরমে পৌঁছেছে। আলোচ্য সংখ্যাটির প্রতি পাতায় তার প্রমাণ পরিলক্ষিত। বিষয়বস্তু নির্বাচন থেকে নির্ভুল ছাপা, আনুষঙ্গিক অলঙ্করণ–সবটাই নান্দনিক চেতনায় সমৃদ্ধ। শ্রদ্ধাঞ্জলি বিভাগে লেখক দেবাশিস সেনের ‘তিন প্রজন্মের নারায়ণ দেবনাথ’ এক অনবদ্য উপহার পাঠকের জন্য। এ বছর ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। সেই অনুষঙ্গে এই বিষয়ে প্রকাশিত দুটি রচনাই সুবিশ্লেষিত ও তথ্যসমৃদ্ধ–লিখেছেন অশোককুমার মিত্র ও সুবীর ঘোষ।

চিরন্তনী ছড়া-কবিতায় উল্লেখযোগ্য সংকলন কাজী নজরুল ইসলাম, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বন্দে আলী মিয়া ও অশোকবিজয় রাহার রচনা। সাধারণ ভাবে ছড়া-কবিতা বিভাগে রয়েছে একাধিক কবি ও ছড়াকারের মনোগ্রাহী রচনা। রয়েছে আকর্ষনীয় জোড়া ছড়া-কবিতা। শ্যামলকান্তি দাশের দীর্ঘ ছড়া-কবিতা ‘সে ছিল এক অদ্ভুত ছেলেবেলা’ বড়ই মায়াময়। রয়েছে দুটি উপন্যাস, রকমারি স্বাদের গল্প ও ছড়া-নাটিকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ সংযোজন ‘জানা অজানা’ বিভাগটি। ছোটদের পাশাপাশি বড়রাও নির্মল আনন্দে ভাসবেন শতাব্দী চট্টোপাধ্যায়ের সৃষ্ট কৌতুক নকশা-য়। খেলা-য় ভারতীয় নারীশক্তির দাপট প্রাসঙ্গিকতায় উত্তীর্ণ। সুজিত কুমার ঘোষের অলঙ্করণ চোখ টানে প্রতিবারের মতোই। অলোক রায়ের প্যানেল কোলাজটিও চমৎকার। চাঁদের হাসি-র পরিবেশক পুনশ্চ। আলোচ্য সংখ্যাটির দাম ১৫০ টাকা।