Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

পন্ডিত কুশল দাসের সঙ্গীতজীবনের ৬০ বছর পূর্তি

দিকপাল সেতারবাদক পন্ডিত কুশল দাসের সঙ্গীতজীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষে এক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলকাতায়। ভারতীয় শাস্ত্রীয়সঙ্গীতকে যে সকল শিল্পী বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, তিনি তাঁদের মধ্যে অন্যতম। ২০২০ সালে ভারত সরকার তাঁকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করেছে। পন্ডিত কুশল দাসের জন্ম সঙ্গীত পরিবারেই। তাঁর বাবা পন্ডিত রবিশঙ্করের শিষ্য, কাকা উস্তাদ আলি আকবর খানের শিষ্য। তাই, ছোট থেকেই কুশল দাসের রাগ-রাগিনীর ওপর অমোঘ টান। শুধু সেতার নয়, শাস্ত্রীয়সঙ্গীতেও তালিম নিয়েছেন তিনি।

Img 20230706 Wa0055
পন্ডিত কুশল দাসের সঙ্গীতজীবনের ৬০ বছর পূর্তি 3

পন্ডিত কুশল দাসের প্রতি শ্রদ্ধা জানাতে কলাশ্রী মিউজিক সার্কেল আগামী ২৯ জুলাই সাউথ সিটির মিনি ব্যাংকয়েট হলে এক মনোজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করেছে। পন্ডিতজীর শিষ্যরাই এই অনুষ্ঠানের উদ্যোক্তা। পন্ডিতজীর উজ্জ্বলতম শিষ্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তাঁদের এতদিনের সাধনা গুরুজীকে নিবেদন করার সুযোগ মিলবে। অনুষ্ঠানের আয়োজনে থাকছে ভারতনাট্যম, সরোদ ও সেতার বাদন। সবশেষে নিবেদিত হবে, পন্ডিত কুশল দাস এবং তাঁর সুযোগ্য পুত্র কল্যানজিৎ দাসের সেতারে যুগলবন্দি। পিতা-পুত্রের যুগলবন্দি শোনার জন্য কলকাতা অপেক্ষা করছে। সঙ্গীতের মাধ্যমে সারা পৃথিবীতে প্রেম-ভালবাসা-শান্তির বাণী ছড়িয়ে দিতে চান পন্ডিত কুশল দাস। আগামী ২৯ জুলাই সেই বাণী ঝংকৃত হবে পন্ডিতজীর সেতার-বাদনে। সাক্ষী থাকবে শহর কলকাতা।