Monday, February 3, 2025
ওয়েব-Wave

অভিনব ভাবনার ক্লিক মিনি সিরিজ

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। লিখছেন মৃণালিনী ঠাকুর

নৈহাটীর বাসিন্দা বেণুচন্দ। পেশায় সরকারি কর্মচারী। মা বাবা গত হয়েছেন। পরিবারের সদস্য বলতে সে ও তার সুন্দরী স্ত্রী মোনালিসা। স্বভাবে শান্ত, নম্র, ভদ্র মোনালিসা, চালচলনে আজকালকার মেয়েদের একেবারে উল্টো। পৈতৃক সম্পত্তির মালিক বেণু একাই। ফলে, আর্থিক দিক থেকে তাকে স্বচ্ছলই বলা যায়। এহেন বেণুর জীবনে সমস্যা একটাই, টেনশন ! বলা ভালো টেনশনের অভাবটাই তার টেনশনের কারণ! কোনও কিছুতেই টেনশন হয় না বেণুর। এ যে বড় আশ্চর্য কাণ্ড। টেনশনবিহীন জীবন কী সম্ভব ? বেণু দৌড়য় ডাক্তারের কাছে। সব কিছু টেস্ট করে ডাক্তারও অবাক, শরীর আছে অথচ টেনশন নেই। এতো ভয়ানক ব্যাপার !

Amlan Majumdar Story Script And Dialogued
অভিনব ভাবনার ক্লিক মিনি সিরিজ 5

ডাক্তারের কাছে গিয়েও তেমন ফল হয় না। অতঃপর নিজেই টেনশন খুঁজতে ময়দানে নেমে পড়ে বেণু। ঘটতে থাকে নানা মজাদার ঘটনা ! ভুতুড়ে বাড়িতে রাত কাটানো থেকে শুরু করে টিভিতে স্টোনম্যান উপদ্রবের খবর পেয়ে রাতের শহরে স্টোনম্যানের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়া–এভাবেই টেনশন খুঁজতে গিয়ে খুনের সাক্ষী হয় বেণু। এবার সে উপলব্ধি করে, কাকে বলে সত্যিকারের টেনশন ! ঠিক এই সময়ই পাথরের আঘাতে একের পর এক খুনে জেরবার হয়ে ওঠে নৈহাটি। কেন খুন ? কে খুনি ? এইসব নানা প্রশ্নে উত্তাল চারপাশ। আর তারই সঙ্গে অজানা টেনশনে জেরবার বেণু ও মোনালিসা। কী এই অজানা টেনশন ? এর উত্তর রয়েছে ‘বেণুর টেনশন’ মিনি ওয়েব সিরিজে।

Dron Mukherjee 2S8B3466 2
অভিনব ভাবনার ক্লিক মিনি সিরিজ 6

যাঁরা এখনও মিনি ওয়েব সিরিজ সম্পর্কে অবগত নন, তাঁদের জানাই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এ ইতিমধ্যেই শুরু হয়েছে মিনি ওয়েব সিরিজ। ‘বেণুর টেনশন’ এই সিরিজের দ্বিতীয় কাহিনি। সিরিজের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ অম্লান মজুমদার। প্রসঙ্গত অম্লান জানিয়েছেন, “সবসময়ই চেষ্টা করেছি একটা অন্য রকম কিছু করার, সে অভিনেতা হিসেবে হোক বা লেখক ! ‘বেণুর টেনশন’ সেরকমই একটা প্রচেষ্টা। ক্লিক মিনি ওয়েব সিরিজের ক্ষেত্রে এটি আমার দ্বিতীয় কাজ। প্রথম সিরিজ ছিল আমারই লেখা ও অভিনীত  ‘কালো সাদা আবছা’। পরপর দুটি সিরিজের সঙ্গে যুক্ত থাকতে পারাটা আমার কাছেও সৌভাগ্যের।”

Rajdip Sarkar 2S8B3597
অভিনব ভাবনার ক্লিক মিনি সিরিজ 7

ক্লিক-এর মিনি সিরিজ ‘অল্প সময়ে সেরা গল্প’ বলে। নিঃসন্দেহে ওয়েব দর্শকের দরবারে নতুন ভাবনার স্ফুরণ ঘটিয়েছে বিষয়টি। ‘বেণুর টেনশন’ আসবে মোট ৪টি পর্বে। পর্বগুলির সময়সীমা ১৫ মিনিট করে। অর্থাৎ ১ ঘণ্টার মধ্যে পুরো গল্প দেখে নিচ্ছেন দর্শক। দ্রুতগতির যুগের উপযোগীই বটে ! ‘বেণুর টেনশন’ পরিচালনা করেছেন সুরজিৎ (সাহেব) মুখার্জি। সিনেমাটোগ্রাফার অনির। রূপসজ্জা রাজেশ। মিউজিক প্রাঞ্জল। প্রযোজনা স্কাইপ্যান কমিউনিকেশন। অভিনয়ে দ্রোন মুখার্জি, মিশর বোস (সোহিনী), অমিতাভ চ্যাটার্জি, রাজদীপ সরকার প্রমুখ। গণমাধ্যম প্রচার রানা বসু ঠাকুর। এপ্রিলের মাঝামাঝি সময়ে স্ট্রিমিং শুরু হওয়ার কথা ‘বেণুর টেনশন’-এর।