Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

আগমনীর সুরে ভাসলেন বনি-কৌশানী। সৌজন্যে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল

আবার এসে গেলো বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। উৎসবের মরশুমে মাতোয়ারা গোটা বাংলা। আর এই উৎসবের আনন্দে বাড়তি পাওনা টলি তারকা বনি-কৌশানীর পুজোর গান। সৌজন্যে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। পুজোর মরশুমে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল থেকে প্রকাশিত হল বনি-কৌশানী অভিনীত নতুন বাংলা গান “শুধু মনের কোনে”। কথা ও সুর দিয়েছেন লিঙ্কন। গানটি গেয়েছেন প্রীতম কুমার ও দিব্যা রায়।

গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন এর দায়িত্বে রয়েছে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। ইতিমধ্যেই সমস্ত জনপ্রিয় অডিও প্ল্যাটফর্মে (iTunes, Gaana, JioSaavn Etc.) মুক্তি পেয়েছে গানটি। ভিডিও প্রকাশ শুধু সময়ের অপেক্ষা।