Sunday, May 19, 2024
Cine-সংবাদ

আসছে ধ্রুব ব্যানার্জির কমেডি ‘বগলা মামা যুগ যুগ জিও’

পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায়ের প্রথম কমেডি ছবি ‘বগলা মামা যুগ যুগ জিও’র ঘোষণায় বেশ খানিকটা নড়েচড়ে বসেছে টলিউড। জিও স্টুডিওজ ও এসভিএফ এন্টারটেইনমেন্ট-এর যৌথ প্রযোজনা এই ছবি। ছবির ঘোষণা সংক্রান্ত মোশন পোস্টার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই আলোচনা শুরু। বিশেষত, বগলা মামার চরিত্রটি ঘিরে আগ্রহ তুঙ্গে ওঠে। হবারই কথা। বগলা মামার চরিত্রে পোস্টারে দৃশ্যমান চূড়ান্ত ক্ষমতাশালী এক ও অদ্বিতীয় খরাজ মুখোপাধ্যায়। তিনিই যে অভিনয় করছেন নাম ভূমিকায়, লোকজনের উৎসাহ তীব্র হওয়ার ক্ষেত্রে এর চেয়ে বড় কারণ আর কী হতে পারে!

প্রসঙ্গত, সাতের দশকে লেখক রাজকুমার মৈত্র সৃষ্ট বগলা মামা বাংলা স্যাটায়ার ও কমিক সাহিত্যে দারুণ সাড়া ফেলে দিয়েছিল। বইয়ের পাতা থেকে বগলা মামা এবার সেলুলয়েডে। পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায়ের সৌজন্যে বাংলার দর্শক দরবারে হাসি-মজার ফোয়ারা ছোটাতে হাজির হচ্ছে বগলা মামা। খরাজ মুখোপাধ্যায় ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কৌশিক সেন, দিতিপ্রিয়া রায়, উজান চ্যাটার্জি, ঋদ্ধি সেন। অর্থাৎ, যেমনই রঙিন এক একটি চরিত্র, তেমনই দুরন্ত এক অভিনেতা টিম। মিউজিক ইন্দ্রদীপ দাশগুপ্ত। গুপ্তধন সিরিজের সফল তিন তিনটি ছবি ছাড়াও পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায় আমাদের উপহার দিয়েছেন দেব অভিনীত বায়োপিক ‘গোলন্দাজ’। শুরুতে রহস্য ও এডভেঞ্চার ছিল তাঁর চলাচলের পথ। ‘গোলন্দাজ’ আবার একটু ভিন্নধারার ছবি। এবার ভরপুর কমেডি। পর্দায় তাঁর গল্প বলার ভঙ্গিটি বেশ আকর্ষণীয়। সেই প্রেক্ষিতে তো বটেই, কাহিনির আকর্ষণেও চমকপ্রদ হয়ে উঠবে ‘বগলা মামা যুগ যুগ জিও’, এমনটা সকলেরই প্রত্যাশা। বগলা মামা-রূপী খরাজকে দেখতে উদগ্রীব সকলেই। তথ্যসূত্র বলছে, খুব শিগগিরই মুক্তি পাচ্ছে ছবিটি।