আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডা
পুজো উপলক্ষে বেশ কয়েকদিন বন্ধ ছিল আমাদের অনলাইন লাইভ ননস্টপ আড্ডা । এই ক’দিন ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলের ননস্টপ আড্ডায় প্রচারিত হয়েছে কয়েকটি বিভিন্ন ভাবনার শারদীয়া স্পেশাল আয়োজন ও কিছু পুরোনো জনপ্রিয় আড্ডা। আজ থেকে আবার শুরু লাইভ অনলাইন ‘ননস্টপ আড্ডা‘! প্রসঙ্গত, এখন থেকে এই আড্ডার বিষয় শুধুই গান। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় আয়োজিত আড্ডায় উপস্থিত থাকবেন প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পীগণ। থাকবেন নতুনরাও। কথায়-গানে মুখর হবে আড্ডার প্রহর। আমাদের আজকের আড্ডার অতিথি বাসবদত্তা চৌধুরী। প্রাচীন ও নবীন বাংলাগানে আজ সন্ধ্যার ডালি সাজাবেন তিনি। আগামী শুক্রবার এই আড্ডায় আসবেন বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী দেবমাল্য চট্টোপাধ্যায়। চোখ রাখুন ননস্টপ বিনোদন চ্যানেলে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়।