Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে ‘যেও না নবমী নিশি…’

দেবী তুমি আসবে বলে শিশিরবিন্দু ঘাসে,
মাঠে মাঠে শোভা বাড়ায়, শুভ্রবরণ কাশে…।

দেবী তোমার আগমনে খুশি সবার মন,
মহালয়ার প্রতীক্ষাতে মগ্ন ত্রিভূবন!–কবি সৌম্যকান্তি চক্রবর্তীর এই রচনার আমেজেই বলি, ভোরের শিশিরবিন্দু থেকে সাঁঝের স্নিগ্ধ আলোকময় আকাশ–প্রকৃতির নানা অনুষঙ্গ জুড়ে এখন উৎসবের আয়োজন। বছরভর প্রতীক্ষার অবসান ঘটিয়ে, অধিকাংশ মণ্ডপেই দুগ্গামায়ের আগমন ঘটে গিয়েছে। সেজে উঠেছে তামাম বাংলা। পুজোর আনন্দে মাতোয়ারা বাঙালি। আজ তো আমরা একেবারে পুজোর দোরগোড়ায়। আগামিকাল মহাসপ্তমী। প্রেমে-বিরহে, বিষাদে-আনন্দে সেজে উঠেছে শরতের প্রহর। প্রভাতে দেবীর পায়ে অঞ্জলি। সন্ধ্যায় নতুন ফুলের জন্ম মুহূর্ত উদযাপন। শুক্লপক্ষের চাঁদ অপেক্ষায় আছে পূর্ণিমার। প্রথম তারুণ্যের ইতিউতি চাউনি, নতুন আবরণ আর আভরণে হঠাৎ বড়দের দলে নাম লেখানো। নতুন জুতোয় পায়ে ফোসকা–এইসব নিয়ে দুরুদুরু বক্ষে পুজোর শহরে পথে নামবে নতুন যৌবন। 

ওটিটি সলিউশনস-এর অন্দরেও বেজে উঠেছে উৎসবের সুর। আমাদের ‘ননস্টপ বিনোদন’ ও ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে দেখছেন পুজোর বিশেষ আয়োজন। ইতিমধ্যেই দেখেছেন দু’দুটি অনুষ্ঠান। এই অনুসরণেই আগামী ২৪শে অক্টোবর ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে সন্ধ্যা ৭টায় দেখবেন ‘যেও না নবমী নিশি…’! ভাবনা, পরিকল্পনা, সংকলন ও রচনা অজন্তা সিনহা। পাঠ অপরাজিতা মজুমদার।