Monday, February 3, 2025
টলিউডলাইম-Light

আসন্ন গরমের ছুটিতেই আসছে ‘নন্টে ফন্টে’

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। কমিকসের পাতা থেকে সেলুলয়েডে ‘নন্টে ফন্টে’। লিখেছেন সোমনাথ লাহা।

নন্টে-ফন্টে, কেল্টুদা, হাঁদা-ভোঁদা, হাতি স্যার–এই চরিত্রগুলোর সঙ্গে পরিচিত নন এমন বাঙালি বোধহয় বিরল। বাংলা কমিকসের জনপ্রিয়তম চরিত্র এরা। প্রয়াত কিংবদন্তি বাংলা কমিক-স্রষ্টা নারায়ণ দেবনাথের কলম ও তুলির হাত ধরে ১৯৬৯-এ কমিকস ব‌ইয়ের জগতে আগমন নন্টে-ফন্টের। বাকিটা ইতিহাস। শিশু-কিশোর মন ছুঁয়ে বড়দের‌ও এককথায় নস্ট্যালজিয়ায় আবদ্ধ করে ফেলে নারায়ণ দেবনাথ সৃষ্ট এই দুই চরিত্র। এক অর্থে, আট থেকে আশি সকলেই এই দুই চরিত্রের দুষ্টু বুদ্ধি আর দস্যিপনায় মুগ্ধ।

Img 20230426 Wa0012
আসন্ন গরমের ছুটিতেই আসছে 'নন্টে ফন্টে' 10

এহেন দুই চরিত্র‌ই এবার কমিকস ব‌ইয়ের পাতা থেকে সরাসরি আসতে চলেছে বড়পর্দায়। জালান ইন্টারন্যাশন্যাল ফিল্মস-এর ব্যানারে তৈরি হচ্ছে ‘নন্টে ফন্টে’। এই দুই খুদে বিচ্ছুর প্রায় কুড়িটি গল্পকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে এই ছবির চিত্রনাট্য। ছবির চিত্রনাট্য লিখেছেন অম্লান মজুমদার, যিনি টালিগঞ্জের অভিনয় দুনিয়ার বেশ পরিচিত মুখ‌। ছবিটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। ছবিটির কাজ শুরু হয়েছিল কোভিড পর্বের অনেক আগেই। কিন্তু অতিমারির কারণেই বারংবার থমকে গিয়েছে ছবির কাজ। অবশেষে বহু প্রতীক্ষার পর সম্পূর্ণ হয়েছে ‘নন্টে ফন্টে’-র শুটিং পর্ব।

ছবিতে নন্টে ও ফন্টের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে দুই শিশুশিল্পী সোহম বসু রায়চৌধুরী ও সোহম বসু। কেল্টুদার চরিত্রে রয়েছেন কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। হাতি স্যারের চরিত্রে অভিনয় করেছেন মনজ্যোতি মুখোপাধ্যায়। এছাড়া চোরেদের রাজা ড্রাগনের চরিত্রে আছেন বাংলার অন্যতম সেরা চরিত্রাভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, ছবির চিত্রনাট্যকার অম্লান তাঁর পুত্রের বন্ধু হ‌ওয়ার সুবাদে এবং এটি ছোটদের ছবি বলেই কাজ করতে রাজি হয়েছেন এই প্রবীণ অভিনেতা।

ছবির কাহিনির মধ্যে সম্পূর্ণভাবে নন্টে ও ফন্টের নস্ট্যালজিয়াকে রাখার চেষ্টা করেছেন নির্মাতারা। হিরাগঞ্জ আর মতিগঞ্জ কার্যত অতিষ্ঠ ১২ বছরের দুই কিশোর নন্টে ও ফন্টের তান্ডবে। এই দুই খুদের দুষ্টুমিতে রীতিমতো জেরবার সবাই। শেষ পর্যন্ত তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে দু’জনকেই হাতি স্যারের হোস্টেলে পাঠানোর সিদ্ধান্ত নেয় তাদের পরিবার। অগত্যা দুই দস্যি ছেলের নতুন ঠিকানা হয় হাতি স্যারের হোস্টেল। বিধির বিধানে তাদের ঘরও হয় একটিই। শুরু হয় দুজনের লড়াই। কে বড়? নন্টে যেমন ফন্টেকে জব্দ করতে চায়, তেমনি ফন্টেও বুদ্ধি আঁটে কীভাবে নন্টেকে ঘায়েল করবে।

আর এসব করতে গিয়েই তারা ধরে ফেলে চোর কাঁকড়াকে। এ হেন কাঁকড়া আবার ড্রাগন পরিবারের সদস্য। ড্রাগনের অনেক স্বপ্ন। কারণ তার হাত ধরেই তৈরি হয়েছে নামকরা চোর, জালিয়াত। এছাড়াও গল্পে রয়েছে অন্যতম আইকনিক চরিত্র কেল্টুদা। নন্টে ফন্টের চেয়ে কয়েক বছরের বড় কেল্টু ক্লাসের মনিটর। নন্টে আর ফন্টেকে বিপদে ফেলতে গিয়ে বারে বারে নিজেই নিজের বিপদ ঢেকে আনে সে। এই সমস্ত চরিত্রদের সঙ্গে ঘটনাচক্রে জড়িয়ে যায় কাঁকড়া ও ড্রাগনের গল্প। নন্টে-ফন্টে কি পারে ড্রাগনকে শায়েস্তা করতে? শেষ অবধি কি ধরা পরবে ড্রাগন? সেই উত্তর মিলবে ছবির পর্দায়।

Img 20230426 Wa0011
আসন্ন গরমের ছুটিতেই আসছে 'নন্টে ফন্টে' 11

ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, বিশ্বজিৎ চক্রবর্তী, পার্থসারথি দেব, কাঞ্চনা মৈত্র, লামা হালদার, পুলকিতা, নিমাই ঘোষ প্রমুখ। ‘নন্টে ফন্টে’-র সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। সিনেমাটোগ্রাফার আয়ুব আলি খান। নিবেদক ব্রিজ জালান। ছবির চিত্রনাট্যকার অম্লান মজুমদারের কথায়, “অনেক অভিনয় করেছি, চিত্রনাট্য লিখেছি, কিন্তু নন্টে ফন্টে আমার জীবনে এক অন্য অনুভূতি। নারায়ণ দেবনাথ নিজে হাতে আমায় আটশো কমিকস তুলে দিয়েছিলেন পড়ার জন্য! ওঁর হাত থেকে কমিকস পাওয়াটা আমার কাছে এক বিরাট সৌভাগ্যের ব্যাপার। কমিকস নিয়ে প্রথম বাংলা ছবি ‘নন্টে ফন্টে’। যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল চিত্রনাট্য লেখার কাজটি। এরই সঙ্গে নিঃসন্দেহে আমার কেরিয়ারের এক বড় প্রাপ্তি এই কাজ।”

টালিগঞ্জের ছবির দিকে চোখ রাখলে, একটা কথা বলাই যায় বাংলা ছবিতে ছোটদের নিয়ে ছবির সংখ্যা এই মুহূর্তে খুবই নগণ্য। সেখানে নারায়ণ দেবনাথ সৃষ্ট নন্টে-ফন্টের মতো আইকনিক চরিত্রকে কমিকস ব‌ইয়ের পাতা থেকে বড়পর্দায় নিয়ে আসার কাজটা সত্যিই সাধুবাদযোগ্য। কিন্তু এক‌ইসঙ্গে এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে প্রত্যাশার পরিমাণ‌ও যে প্রবলভাবে থাকবে, সে কথা বলাই বাহুল্য। সেই জায়গায় এই ছবিটি দর্শকদের মনের কতখানি কাছাকাছি পৌঁছতে সফল হবে, সেই উত্তর দেবে সময়‌ই। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী মে মাসের মাঝামাঝি অর্থাৎ গরমের ছুটিতেই বড়পর্দায় আসতে চলেছে ‘নন্টে ফন্টে’।