Sunday, May 5, 2024
Uncategorizedকৃষ্টি-Culture

ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড-এ বসন্তের ছোঁয়া

আজি বসন্ত জাগ্রত দ্বারে ফিরে দেখা বসন্তের গান। রঙের উৎসবের আর মাত্র কয়েক দিন। তারপরই ফাগুনের হাওয়ায় পল্লবে পল্লবে রঙের হিল্লোল। বসন্তের উদাসী হাওয়া, ঝরা পাতার মর্মর শব্দ আর কোকিলের কলতান – সব কিছু যেন গীতগুরুর গানের ক্যানভাস। বস্তুত দোল বললেই মনে আসে শান্তিনিকেতন আর কবিগুরুর গান‌। রঙের মিশেলে রঙিন হয়ে ওঠে প্রকৃতি, গীতগুরুর সুরমূর্চ্ছনা তাতে আনে প্রাণের স্পন্দন‌।

২০২৩ এর ২৪ শে ফেব্রুয়ারী, ওটিটি মিউজিক লিরিক্যাল ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া একটি বসন্তোৎসবের গান বারবার ফিরে আসে দর্শকদের নিউজফিডে‌। নাম ফাগুন হাওয়ায় হাওয়ায়। গানটি গেয়েছেন তরুণ প্রজন্মের শিল্পী ঈশিতা দত্ত। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন সোহম ভৌমিক। ও বন্ধু আমার অ্যালবামের এই গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। ওটিটি মিউজিক লিরিক্যাল ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভার্সনটি বেশ জনপ্রিয়। ভিউজ ছাড়িয়েছে কয়েক হাজার। প্রাক বসন্তোৎসব লগ্নে আরো একবার প্রাণের আনন্দে মেতে উঠুন গীতগুরুর গানে গানে।

গানটি শোনার জন্য এখনই নীচে দেওয়া লিংকে ক্লিক করুন।