Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

পৌষের কাছাকাছি

সম্প্রতি ঐতিহ্যবাহী ইডেন উদ্যানের প্যাগোডা-তে অনুষ্ঠিত হলো কাব্য মহল আয়োজিত আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পৌষের কাছাকাছি’। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ বাংলা আকাদেমির পরিচালক ডঃ শাহাদাৎ হোসেন নিপু। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন মঞ্চ ও পর্দার খ্যাতনামা অভিনেত্রী পাপিয়া অধিকারী Papiya Adhikari । অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিখ্যাত শিশু সাহিত্যিক ও কবি আসলাম সানি, রাজ্যের বিশিষ্ট কবি ও আবৃত্তিকার কাজল সুর, কবি অমিত গোস্বামী, কবি কেশবরঞ্জন, কবি প্রদীপ গুপ্ত, কবি সঞ্জয় গুহ ঠাকুরতা, কবি ও আবৃত্তিশিল্পী কেতকী প্রসাদ রায় প্রমুখ। 

Img 20231224 Wa0008
পৌষের কাছাকাছি 3

উলুধ্বনি ও শঙ্খের মাধ্যমে ধান ছড়িয়ে ও পিঠে মুখ করে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন ছিল বাংলাদেশের বিজয় উৎসবের দিন ও পৌষের প্রথম দিন, যা দুই বাংলার মানুষের কাছেই এক আবেগ ও আনন্দের উপলক্ষ। এমন এক শুভক্ষণে বাংলাদেশের দুই বিশিষ্ট মানুষের বক্তব্যে দুই বাংলার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক মেলবন্ধন ও আদানপ্রদানের কথাই প্রাধান্য পাবে, সেটাই স্বাভাবিক। হলোও তাই। উপস্থিত শ্রোতা দর্শককেও স্পর্শ করল তাঁদের বার্তা।

এই প্রজন্মের এক ঝাঁক শিল্পী সমন্বয়ে এদিনের অনুষ্ঠান সাজানো ছিল কবিতা পাঠ ও আবৃত্তি, কথামালা, সঙ্গীত, Papiya Adhikari এবং বিভিন্ন আঙ্গিকে শ্রুতি নাটকে। সুদূর আসানসোল, বর্ধমান, বীরভূম থেকে বিভিন্ন শিল্পী ও কবিবন্ধুরা উপস্থিত ছিলেন প্রাণের টানে। অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করেন নন্দিনী লাহা ও পর্ণালী ব্যানার্জী। আবহে ছিলেন ঈশান রায়। রোদ্দুর মাখা এমন একটি সুন্দর সকালে আন্তরিক এই আয়োজন করার জন্য কবি ও আবৃত্তিশিল্পী অঞ্জল চট্টোপাধ্যায়কে সাধুবাদ জানতেই হয়।

এদিনের অনুষ্ঠান: শিল্পী সমন্বয়ে

কবিতা পাঠ ও আবৃত্তি: এই অনুষ্ঠানে কবিতা পাঠ এবং আবৃত্তির মাধ্যমে সুন্দরবনের জীবনের রম্য ছবি চিত্রিত হয়েছে। শিল্পীরা কবিতা পড়ে সান্ত্বনা এবং ভাবনা ব্যক্ত করেছেন। কথামালা: অনুষ্ঠানে কথামালা প্রদর্শন করা হয়েছে, যা সুন্দরবনের জীবনের গভীরতা এবং সমৃদ্ধি নিয়ে কথা বলে। সঙ্গীত: সুন্দরবনের স্থানীয় সঙ্গীত এবং গান অনুষ্ঠানে শোনানো হয়েছে। শিল্পীরা সঙ্গীতের মাধ্যমে সুন্দরবনের সৌন্দর্য এবং সান্ত্বনা প্রকাশ করেছেন।
Papiya Adhikari এবং আঙ্গিকে শ্রুতি নাটক: অনুষ্ঠানে প্রযোজ্য নাটক প্রদর্শন করা হয়েছে, যা সুন্দরবনের জীবনের কিছু ঘটনা নিয়ে কথা বলে।

উপস্থিত শিল্পী ও কবিবন্ধুরা: অনুষ্ঠানে সুদূর আসানসোল, বর্ধমান, বীরভূম থেকে বিভিন্ন শিল্পী ও কবিবন্ধুরা উপস্থিত ছিলেন। তাদের সান্ত্বনা এবং সমর্থন অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
অনুষ্ঠানের পরিচালকগণ: অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন নন্দিনী লাহা ও পর্ণালী ব