Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

চেতনায় নজরুল

বাঙালি মননে ও চেতনায় কাজী নজরুল ইসলামের স্থান কতটা গুরত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। তাঁর কবিতা ও গানের জনপ্রিয়তা সারা বিশ্বের বাঙালির কাছে প্রজন্মগত ভাবে বহমান। শোষণ, অত্যাচার ও বঞ্চনা এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে কাজী নজরুল ইসলামের কলম। সেই প্রেক্ষিতে আজও প্রাসঙ্গিক তাঁর একাধিক রচনা। আজ তাঁকে যেন বড় বেশি প্রয়োজন আমাদের। এই অনুষঙ্গেই ননস্টপ আড্ডার বিশেষ নিবেদন ‘চেতনায় নজরুল’, আজ সন্ধ্যায়। অতিথি সাংবাদিক ও বাচিকশিল্পী লিপি চক্রবর্তী এবং সঙ্গীতশিল্পী ও শিক্ষক লপিতা ভট্টাচার্য। কথায়-গানে শ্রদ্ধা জানানো হবে কাজি নজরুল ইসলামকে। গত শুক্রবার ননস্টপ আড্ডার অতিথি ছিলেন ফ্যাশন, আর্ট এন্ড ক্র্যাফট, ফুড ডিজাইনার মৌমিতা চ্যাটার্জি এবং চিত্রশিল্পী রত্না বসু। দুজনেই স্ব স্ব ক্ষেত্রে গুণী ও প্রতিষ্ঠিত। নিজেদের শিল্প-নিষ্ঠ কাজকর্ম প্রসঙ্গে প্রাঞ্জল ছিলেন তাঁরা। অনুষ্ঠানটি দর্শকদের কাছে আদ্যন্ত উপভোগ্য হয়ে উঠেছিল তাই। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।