Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

জোড়াসাঁকো বিশ্বসাহিত্যসভা

সম্প্রতি ২০২২-২০২৩–এক বছরের নিরিখে ‘জোড়াসাঁকো বিশ্বসাহিত্য সভা’ বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্রমঞ্চে। এছাড়াও, কলকাতার শিশির মঞ্চ, শান্তিনিকেতন, সুন্দরবন, সল্টলেকের রবীন্দ্র-ওকাকুরা ভবন হয়ে পরিক্রমা শেষ হলো ইন্দু বলাই কলাক্ষেত্র প্রেক্ষাগৃহে বসন্ত উৎসবের মাধ্যমে।

বিশ্বব্যাপী সাংস্কৃতিক মেলবন্ধনের শুভ প্রয়াসের নিরিখেই সংস্থার কর্ণধার কবি শংকর হালদারের আন্তরিক ও অক্লান্ত পরিশ্রমে এক বছরের এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। সঙ্গে ছিলেন তাঁর সুযোগ্য সহধর্মিণী অতসী হালদার। সহযোগিতায়  ছিলেন দেড়শোরও বেশি সদস্যবৃন্দ। সমাজ সচেতনতা, শুদ্ধিকরণ এই ভাবনা নিয়েই সংস্কৃতির আলোকে পরবর্তী প্রজন্মের কাছে এক বার্তা প্রদান করার লক্ষ্যে জোড়াসাঁকো বিশ্বসাহিত্য সভার এই অনন্য প্রয়াস অভিনন্দনযোগ্য।    নিজস্ব প্রতিনিধি