Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

ঠাকুরবাড়ির গানের প্রশিক্ষণ

ইন্দিরা গোষ্ঠীর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের গান ছাড়াও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী প্রমুখ ঠাকুরবাড়ির অন্যান্য স্রষ্টাদের রচিত গানও চর্চা করা হয়ে চলেছে। গত বছরের মতো এবারও এই ঠাকুরবাড়ির এই গানের কোর্স করানো হচ্ছে। যাঁরা ভর্তি হতে আগ্রহী, তাঁদের আগামী ৭ই মে-র মধ্যে নাম, বয়স, সঙ্গীতশিক্ষা (সার্টিফিকেট সঙ্গে যুক্ত করলে ভালো), আবেদনকারীর গানের একটি রেকর্ডিং (শুধু হারমোনিয়াম বা তানপুরার সাথে গেয়ে), ফোন নম্বরসহ আবেদনপত্র পাঠাতে হবে। রেকর্ডিং শুনে যোগ্য গায়ক/গায়িকাদের ইন্দিরার ফেসবুক পেজ থেকে অডিশনে ডেকে নেওয়া হবে। যাঁরা এই অডিশনে সফল হবেন, তাঁরা ইন্দিরার এই ক্লাসে ভর্তি হ‌ওয়ার সুযোগ পাবেন।

যোগাযোগের ইমেইল এড্রেস : [indirashilpigosthi@gmail.com](mailto:indirashilpigosthi@gmail.com)